শুরুতে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।
অনেক দিন পর আপনাদের জন্য পোস্ট করতে বসলাম। আশা করি আপনাদের ভাল লাগবে।
আজ আপনাদের সাথে কোন সফটওয়্যার নিয়ে কথা বলব না।
আজ আপনাদের একটি টিপস দিব।হয়ত অনেকে জানেন আবার অনেকে জানেন না। যারা জানেন না শুধু মাত্র তাদের জন্য এই post…………………
ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
অনেক সময় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ডিভাইস দিয়ে Facebook use করে থাকি। যেমনঃ সাইবার ক্যাফে,বন্ধুর পিসিতে বা অন্য কারো মোবাইলে।
আর্ এসব ব্যবহার করার সময় আমরা আমাদের অ্যাকাউন্ট লগআউট করতে ভুলে যায়। তখন আমাদের চিন্তায় পড়তে হয় হায় কেউ কি আমাদের অ্যাকাউন্ট হ্যাক করবে কি না। অন্য কেউ ব্যবহার ও করতে পাড়ে। আর তখন আমরা ভাবি ইস এখন যদি কোন ভাবে অ্যাকাউন্ট লগআউট করতে পারতাম!!!
হ্যাঁ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার পিসি থেকে অন্য ডিভাইসে ব্যবহার করা অ্যাকাউন্ট লগআউট করবেন।
আসুন দেখা যাক …
প্রথম এ আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করুন।
তারপর setting থেকে Account settings click করুন।
নিচের চিত্র দেখুন
চিত্রঃ1
চিত্রঃ2
তারপর security click করুন।
নিচের চিত্র দেখুন
চিত্রঃ3
এখন সবার নিচে দেখুন Active session আছে ।এটাকে Edit এ ক্লিক করুন।
চিত্রঃ4
এখন দেখুন আপনার বর্তমান ডিভাইস show করছে। আর নিচে আপনি যে ডিভাইস থেকে লগআউট করতে ভুলে গেছেন তা show করছে।
এখন আপনি ডান পাশে End Activity তে ক্লিক করুন। তাহলে আপনার অ্যাকাউন্ট লগআউট হয়ে যাবে।
সবাই ভাল থাকেন এই কামনায় আজ এই পর্যন্ত ।আল্লাহ হাফেজ ।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদের কমেন্ট পেলে আমরা উৎসাহ পাই।
অসাধারন ভাই । ধন্যবাদ শেয়ার করার জন্য ।
অসাধারন ভাই, ধন্যবাদ শেয়ার করার জন্য।