আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি আজ আমরা শিখবো কিবাবে Facebook থেকে Pending Friend Request বের করতে হয় এবং কি বাবে Pending Request Cancel করা যায়।
প্রথমে এখানে ক্লিক করে ফেসবুক এপ্লিকেশনে প্রবেশ করুন।এপ্লিকেশনটি আপনার একাউন্টের একসেসের অনুমতি চাইবে।
Bulk Load এ ক্লিক করুন । এবার নিচের ছবির মত পেজ আসবে ।
Get Friend Request Data তে ক্লিক করুন । তাহলে নিচের ছবির মত একটি পপ আপ মেনু ওপেন হবে । পপ আপ মেনুতে কিছু লেখা দেখতে পাবেন।Ctrl+A চাপ দিয়ে সব লেখা মার্ক করুন এবং Ctrl+C চাপ দিয়ে সব লেখা টি কপি করুন।
এবার নিচের ছবিতে দেখা ৩ নং এ পেষ্ট করে দিন এবং Load Friend Request এ ক্লিক করুন ।
সেখানে গেলেই আপনার Facebook এর Pending Friend Request গুলো দেখতে পাবেন।আমার একটি পেন্ডিং রিকোয়েস্ট রয়েছে।ডান পাশে Cancel Request এ ক্লিক করে রিকোয়েস্ট ক্যান্সেল করে দিলেই কাজ শেষ।
আমার পোষ্ট টি ঘুরে দেখার জন্য ধন্যবাদ, ভাল লাগেলে কমেন্ট করুন। মানুষ মাত্রই ভুল হতে পারে,ভুল ত্রুটি,হাসি,কান্না,দু:খ,সুখ,এসব নিয়েই মানুষের জীবন। ভুলে ভড়া জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,ভুল ত্রুটি ক্ষমার দৃর্ষ্টিতে দেখবেন। আবার আসবেন।আমার জন্য দুয়া করবেন যেন আপনাদের সাহায্যে আছতে পারি।
- কি কেমন লাগল টিপস টা ???
- এই রকম আরও অসংখ্য টিপস পেতে চোক রাখুন আমাদের এই সাইটে।
- আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
- আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)
হুম ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য।