parvez2

আল্লার নাম নিয়ে আজ ফটোশপ নিয়ে আমার প্রথম পোস্ট শুরু করলাম ।আজকে আপনাদের দেখাব  কিভাবে অভ্র দিয়ে  ফটোশপে বাংলা লিখবেন , এর জন্য আমার নীচের টিপস গুল লক্ষ করুন।

* প্রথমে আপনার ফটোশপ ওপেন করুন , তারপর Set the font family তে ক্লিক করুন । নীচের চিত্রের মত >>

 

1

 

* এবার সেখান থেকে Siyam Rupali ANSI খুজে বের করুন । নীচের চিত্রের মত > >

 

2

 

* এবার অভ্র ওপেন করুন , অভ্র না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিনি তার পর ইন্সটল করে নিন । অভ্র ওপেন করে  Tools and Settings এ ক্লিক করে Options…. এ ক্লিক করুন। নীচের চিত্রের মত >>

 

3

 

* এবার Global output এ ক্লিক করে Output as ANSI (Experimental) এ ক্লিক করুন । নীচের চিত্রের মত >>

4

 

* এবার Use ANSI anyway তে ক্লিক করে ok করে বেরিয়ে আসুন । নীচের চিত্রের মত >>

 

5

 

* এবার ফটোশপে বাংলা লিখুন অভ্র দিয়ে, লিখা হবে ।  এটা আমি Photoshop 7.0 তে করে ছি আপনারও করে দেখতে পারেন ।

আর আমার লিখার মধ্যে কোন ভুল থাকলে ক্ষমার চক্ষে দেখবেন । আর আমার এই পোস্ট আপনাদের একটুও যদি ভাল লাগে তাহলে কমেন্ট করে যানাবেন ।

আজকের মতে এই পর্যন্ত                                                                                           *আল্লা হাফেজ *