আল্লার নাম নিয়ে আজকের এই ছোট্ট পোস্ট টি করতে বসে গেলাম, জানি না আপনাদের ভাললাগবে নাকি খারাপ লাগবে। সে যাই হোক আজকে আমি যেটি নিয়ে পোস্ট করছি তা হল, আপনি আপনার মোবাইল ফোন এর দারা খুব সহজে আপনার পিসিকে চালাতে পারবেন । এর জন্য আপনার পিসি এবং মোবাইলে Bluetooth অবশ্যই থাকতে হবে। তাছাড়া আপনি WiFi এর দ্বারও কাজ করতে পারেন , কিন্তু আমি দেখাব কিভাবে Bluetooth দিয়ে কাজটি করবেন । এর জন্য দরকার একটি সফটওয়্যার তারনাম হল Vectir bt remote । সফটওয়্যারটি ডাউনলোড করতে এখনে ক্লিক করুন । ডাউনলোড করুন তারপর rar file Extract করুন , তারপর Vectir-full-update-v2730.exe এই টি আপনার পিসিতে ইন্সটল করুন , এবং Mobile bluetooth ফাইল থেকে Vectir-Bluetooth-Remote.jar এই টি আপনার মোবাইল এ load করুন এবং ইন্সটল করুন । এবার আপনার পিসি এবং মোবাইল এর bluetooth অন করুন । তারপর আপনার পিসিতে যে Vectir ইন্সটল করেছেন সেটি ওপেন করুন, এবং নীচের টিপস গুল লক্ষ করুন।>>>
১) আপনার Vectir টি ওপেন করুন তারপর Tools এ ক্লিক করুন । নীচের চিত্রের মত >
২) এবার setup Phone or Hardware Device এ ক্লিক করুন । নীচের চিত্রের মত >
৩) setup Phone or Hardware Device এ ক্লিক করলে নীচের চিত্রের মত বক্স আসবে সেখানে Next এ ক্লিক করুন । নীচের চিত্রের মত >
৪) এখানে আপনার কাছে যানতে চাইবে আপনি কোন devies দিয়ে Connect করবেন আমি যেহেতু bluetooth এর কাজ করছি তাই আপনি bluetooth এ ঠিক দিন ,তারপর Next এ ক্লিক করুন । নীচের চিত্রের মত >
৫) এখানে আপনাকে আপনার মোবাইল সিলেক্ট করতে হবে এবং তা tuchscreen না keypad তা সিলেক্ট করে Next এ ক্লিক করুন । নীচের চিত্রের মত>
৬) শেষ স্টেপ এখানে Finish এ ক্লিক করে বেরিয়ে আসুন। নীচের চিত্রের মত >
* এবার কাজ করার পালা , আপনার মোবাইল এ যে Vectir-Bluetooth-Remote.jar সফটওয়্যারটি ইন্সটল করেছেন তা ওপেন করুন এবং কাজ করুন। কাজ গুল খুব সোজা তাই আর পোস্ট টি বড় করলাম না । আসাকরি আপনাদের বুজতে কোন অসুবিধা হবে না আর যদি কোন আসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাহায্য করার চেষ্টা করব ।
*Android, BlackBerry, Java, Win2000, Win7 x32, Win7 x64, WinVista, WinVista x64, WinXP এই সকলে কাজ করবে । তবে আমি windows 7 এবং nokia c6-00 তে টেস্ট করে দেখেছি । আজকের মত এই পর্যন্ত ভাল থাকবেন।
* আল্লা হাফেজ*
thanks brother share korar jonno
ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য ।
অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য, বিশেষ করে পিক্সার গুলোতে এই সাইটের নাম লেখার জন্য।
apnader valo lagli ami khusi vai
হুম ভাল লাগার পোষ্ট করলে, ভাল না লেগে উপায় আছে?