windows8-rtm-activate
windows8-rtm-activate

পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম

 

আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

Windows 8 Activator দিয়ে Windows 8 Active করুন একদম সহজ উপায়ে

আজ আপনাদের সাথে শেয়ার করব উইন্ডোস ৮ একটিভ করার সিষ্টেম নিয়ে, অনেকেই এখন উইন্ডোস ৮ এই উপরে আগ্রহ দেখায়, এবং বাজার থেকে সিডি কিনে এনে অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করে সিডি রাইট করে সেটাপ করে ফলে সেটা একটিভিটর থাকে না, বা সিডি কিনলেও তাতে সিডি কী দেয়া থাকে না, অবশ্য এখন পর্যন্ত উইন্ডোস ৮ এর একটিভিশন কী বের হয় নি, মানে অরজিনাল ৮ এখন পর্যন্ত বাজার করে বাজারে ছাড়া হয়নি, তাই আমরা অরজিনাল টি পাইতেছি না, আবার পাইলেও অনেক দাম তাই আমাদের পক্ষে কিনে ব্যবহার করা সম্ভব না, তাই আমাদের এই হ্যাকিং বিষয়েই ব্যবহার করা দরকার। আর আমি তাই এখন একটি ছোট্ট একটি একটিভিটর আপনাদের সাথে শেয়ার করব, যার সাইজ মাত্র (২.৫৮এম.বি) এর মত।

কাজ

আপনি শুদু ডাউনলোড করে জিপ ফাইলটি আনজিপ করুন, এবার ডাবল ক্লিক করে ওপেন করুন, যদি কোন মেসেজ আসে ওকে করে দিন, সেটাপ শেষে আপনার পিসি রিষ্টার্ট নিবে, রিষ্টার্ট নিয়ে পিসি ওপেন হলে আপনার মাই কম্পিউটারের উপরে রাইট ক্লিক করে প্রোপাইটিস এ গিয়ে দেখুন একদম নিচে উইন্ডোস ৮ একটিভ লেখা আসছে কিনা, যদি আসে তাহলেই বুঝবেন আপনার ৮ একটিভ হয়ে গেছে, তাহলে একটিভিটরটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

উপরের লিংকে কাজ না করলে, নিচের লিংক দেখুন  এখানে লিঙ্ক ২

 

ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…

ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার

আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)