শুরুতে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।আজ আপনাদেরকে শিখাব,কিবাভে ড্রাইভ পার্টিশন করলে কোন প্রকার ডাটা না হারিয়ে ড্রাইভ পার্টিশন করা যায়।এই কাজটি খুব সহজে করে নিতে পারবেন যদি আপনার উইন্ডোজ ৭ থাকে কোন প্রকার সফটওয়্যার ছারাই পারবেন এবং এই সিস্টেম দিয়ে করলে আপনার ড্রাইভ পার্টিশন ঠিক এ হবে কিন্তু কোন ধরনের ডাটা হারাবে না।আর কথা বাড়িয়ে আপনাদের বিরক্ত করতে চাই না।চলেন শুরু করি?
- প্রথমে My Computer এর মাঝে রাইট বাটনে ক্লিক করে Manage এ ক্লিক করুন।
- এবার নতুন পপ আপ উইন্ডোজ থেকে Disk Management এ ডাবল ক্লিক করুন।
- এবার যে ড্রাইভ থেকে পার্টিশন করতে চান সেটি সিলেক্ট করুন,রাইটে ক্লিক করে Shrink Volume অপশন টি ক্লিক করুন।
- এখন আপনার ইচ্ছা মত কতখানি স্পেস করতে চান তা Shrink করে নিন।
- এবার একটু খেয়াল করুন আপনার পপ আপ উইন্ডোজ টিতে একটা খালি রো স্পেস হয়ে আছে এটিকে রাইটে ক্লিক করে New Simple Volume ক্লিক করুন।
- Next এ ক্লিক করুন।এবং
- নতুন ড্রাইভটি ফরম্যাট করে নিতে পারেন,কাজ শেষ।
বিঃদ্রঃ মনে রাখতে হবে আপনার ড্রাইভের ফ্রী স্পেস থেকে Shrink করা ড্রাইভ এর চে বেশি হয়।
আমার পোষ্ট টি ঘুরে দেখার জন্য ধন্যবাদ, ভাল লাগেলে কমেন্ট করুন। মানুষ মাত্রই ভুল হতে পারে,ভুল ত্রুটি,হাসি,কান্না,দু:খ,সুখ,এসব নিয়েই মানুষের জীবন। ভুলে ভড়া জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,ভুল ত্রুটি ক্ষমার দৃর্ষ্টিতে দেখবেন। আবার আসবেন।আমার জন্য দুয়া করবেন যেন আপনাদের সাহায্যে আছতে পারি।
- কি কেমন লাগল টিপস টা ???
- এই রকম আরও অসংখ্য টিপস পেতে চোক রাখুন আমাদের এই সাইটে।
- আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
- ফেসবুকে আমাদের ফ্যান পেইজ লাইক করুন পিসি হেল্প সেন্টার
Ak kothay osadaron, thanks for share 😀
ধন্যবাদ ভাই।
nicepost
কষ্ট করে পষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
nice post
priyo te rakhlam
কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
thanks for share
but bro ami jodi pore partition kora drive ta delete kore dite chai tahole ki korbo?
r jodi amar drive 25gb empty ase ami akhon akhan theke jodi 15 gb akta drive koreta chai tahole ki hobe?
ধন্যবাদ ভাই ২৫ জিবি খালি জায়গা থেকে যত খুসি তত পার্টিশন করতে পারবেন।আর পার্টিশন ডিলেট করতে চাইলে আপনার My Coputer এর উপরে রাইট বাটনে কিল্কি করে Manage এ কিল্কি করুন,Disk Management এ কিল্কি করুন এখন যেই র্পাটিসন টি ডিলেট করেতে চার তার উপরে রাট-বাটনে কিল্কি করে Delete Volume এ কিল্কি করুন তা হলেই অপনার র্পাটিশন ডিলেট হয়ে যাবে।
ভাই আমি ৯৮ জিবির একটা পার্টিশন করেছিলাম। পরে সেটা ড়িলেট করে দিছি যখন ৯৮ জিবি গুলো কোথায় চলে গেছে। আমি এগুলো কিভাবে ফিরে পাব।
আবার নতুন করে ঐ ৯৮ জিবি দিয়ে পার্টিশন তৈরী করতে হবে।
ধন্যবাদ।
আমি পার্টিশন ড়িলেট করে জিবি গুলো যেটা থেকে করেছি সেখানে নিয়ে যেতে পারবনা?
( ৯৮ জিবির পার্টশন টা ফিরে পেয়েছি, তবে ৯৫ জিবি এসেছে।বাকি ৩ জিবি?)
আপনার পার্টিশন করতে ভুল হয়েছে। তিন জিবি হয়তোবা কম দিয়েছে।