পরম করুনাময় আল্লাহ্ এর নামে শুরু করলাম
আসসালামু আলাকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি। তবে আর কথা বাড়িয়ে লাভ কি? বেশি কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
আজ যে সফটওয়ারটির কাজ দেখাব তা হয়তো অনেকেই যানেন এবং অনেকেই ব্যবহার করেছেন, যারা ব্যবহার করেছেন তারা এই সফটওয়ারের গুনবলি যানেন।
আমি আমার এক চাচাতো ভাইয়ের 4জিবি মেমরী ফরমেক্ট হয়ে যাওয়ায় আমি সেই মেমরীটি রিকোভার করি, ৪জিবি মেমরী রিকোভার দেয়ার পরে সেই মেমরী থেকে সাড়ে ৫জিবি রিকোভার হয়েছে তাহলে এখন চিন্তা করুন ৪জিবি মেমরীতে তার সার্পোটেট ছিল ৩.৬৪০জিবি আর তা থেকে বের হল সাড়ে ৫জিবি তাহলে? এতো গুলো কোথায় ছিল? আবার আমাদের পিসি হেল্প সেন্টারের এ্যাডমিন রাসেল ভাইয়ের পিসি ফরমেক্ট হয়ে যায়, তখন সে এই সফটওয়ারটির মাধ্যমে তার সকল ফাইল ফিরিয়ে এনেছিল, আবার নাজমুল হাসান নামে এক ভাই আছে, তারও পেন ড্রেরাইভ ফরমেক্ট হয়ে ছিল সেও সকল ফাইল ফিরিয়ে এনেছে শুদু এই সফটওয়্যারটির মাধ্যমে, তাহলে আর কথা না বলে কাজ শুরু করি, এটার গুনা গুন ব্যবহার করলেই বুঝবেন।
সফটওয়ারটির নাম: EASEUS.Data.Recovery.Wizard.Professional.v5.5.1
সাইজ: ৪.৮৩এম.বি
ডাউনলোড লিংঙ্ক : Click here
রার পাসওয়ার্ড : www.pchelpcenterbd.com
প্রথমে আপনি সফটওয়ারটি ডাউনলোড করে আপনার কম্পিউটারের সেটাপ করুন, এবং সফটওয়ারটি ওপেন করুন।
ওপেন করলে নিচের ছবিটির মত আসবে এখান থেকে আপনি Complete Recovery সিলেক্ট করুন।
পিক্সার ০১।

এবার নিচের মত পেজ আসলে সেখানে আপনি বাম পাশ থেকে বেছে নিন, আপনি কি কি রিকোভার করতে চান? প্রয়োজনে সবগুলো টিক দিন, বাম পাশে যদি টিক দিতে সমস্যা হয় তাহলে নিচে দেখুন Search for all “Lost File” types নামে একটি অপশন আছে আপনি সেখানের টিকটি উঠিয়ে দিন, তাহলেই আপনি অপশন বেছে নিতে পারবেন।
পিক্সার ০২।

সব শেষে NEXT এ ক্লিক করুন।
পিক্সার ০৩।

এবার উপরের পিক্সারে দেখুন আপনার সকল ড্রেরাইভ শো করেছে, এখানে আপনি আপনার পেনড্রেরাইভ/মেমরী কার্ড/হার্ড ডিক্স যেটি রিকোভার দিতে চান তা সিলেক্ট করুন। এবার NEXT এ ক্লিক করুন। ক্লিক করার পরে নিচের ছবিটির মত আসবে মানে রিকোভার হচ্ছে।
পিক্সার ০৪।

সার্চ শেষে নিচের মত আসবে
পিক্সার ০৫।

NEXT এ ক্লিক করুন।
কয়েক সেকেন্ট এর জন্য নিচের মেসেজটি আসবে।
পিক্সার ০৬।

এবার নিচের পিক্সারের মত আসবে। বাম পাশের সব গুলোতে টিক দিন।
পিক্সার ০৭।

NEXT এ ক্লিক করুন।
এবার নিচের মত আসবে সেখানে আপনি সিলেক্ট করুন, আপনার কম্পিউটারের যে কোন একটি ফোল্ডার যেখানে আপনার রিকোভার হয়ে যাওয়া ফাইলগুলো রাখবেন।
বি: দ্র: এখানে সরাসরি আবার মেমরী সিলেক্ট না করাটাই অনেক ভাল।
পিক্সার ০৮।

NEXT এ ক্লিক করুন।
এবার নিচের মত আসবে, মানে আপনার রিকোভার হয়ে যাওয়া ফাইল গুলো সেই ফোল্ডারের দিতেছে।
পিক্সার ০৯।

দেখুন টোটাল সাইট 5.41জিবি। কিন্তু আমার পেনড্রেরাইভ হল 4জিবি সাপোর্ট করে 3.75জিবি।
কিছু কথা: এখানে আপনি যা ফিরে পাবেন তার মধ্যে বিশেষ করে পিক্সার গুলোর মধ্যে কিছু কিছু পিক্সার সাপোর্ট নাও করতে পারে। আর আপনার সকল ফাইলের নাম রিনেম করে সফটওয়ারের অটো নাম দিয়ে দিবে, আপনাকে কষ্ট করে আবার নতুন করে নাম লিখতে হবে।
এবার এটা কেটে দিন।

ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
আমাদের সাইটের সকল পোষ্ট আপনার ফেসবুকের ওয়ালে পেতে পেজ লাইক করুন (পিসি হেল্প সেন্টার)
শেয়ার করার জন্য ধন্যবাদ
Thanks vi comment korar jonno.
rar password a kaj kore na… new password den…
আমি এই মাত্রও চেক করে দেখলা, সবই ঠিক আছে, আপনি কোন যায়গা থেকে কপি না করে সরা সরি লিখুন http://www.pchelpcenterbd.com তাহলেই হবে, আর যদি আপনি কপি করেন তাহলে তার সাথে http:// এটাও আসে, কিন্তু আমি পাসওয়ার্ডে এটা ব্যবহার করি নি, তাই আবার চেষ্টা করুন, আশা করি কাজ হবে। 😀
thanks… http:// dei nai…
Welcome but kaj hoisa?
আমি বুকে হাত দিয়ে বলছি আমি ১০০% উপকার পাইছি । ১% ও মিথ্যা না
হুম আমিও অনেক উপকার পাইছি।
আবুল বাশার ভাই ্্্ লিঙ্ক টা একটু update দেন plz
ধন্যবাদ beingsalman ভাই মন্তব্য করার জন্য। লিংক আপডেট করা হয়েছে চেক করুন।
Bashar vhai password ta mone hoi type korte mistake hoise.www.pchelpcentebd.com hobe naki http://www.pchelpcenterbd.com?
http:// হবে না, এটা সাইটে অটোমেটিক এসে যায়, এটা আমি দেই নি, আপনারা http:// বাদে ব্যবহার করবেন।
je vi bul hoisa..
বাশার ভাই এই সফটওয়্যার দিয়ে কি ৫০০ জিবি ইউএসবি হার্ড ডিস্ক পুরো রিকভার করা যাবে?
je korte parban.
onyk video file open hoy na
এই সফটওয়ারের নতুন ভার্সন নিয়া পোস্ট করা হইছে সাথে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন http://www.pchelpcenterbd.com/tips-and-trick-15500