আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহুর রহমতে ভালই আছেন। আমিও ভালই আছি। দোয়া করি সবাই যেন নামাজ নিয়মত পড়তে পারেন। আজকে কিছু বেসিক এবং খুব সহজ কিছু পদ্ধিতি দেখাবো যেগুলো আপনার পিসিকে স্লোর হাত থেকে বাঁচাবে। আমরা অনেকেই এর ভুক্তাভুক্তি। কিন্তু জানা সত্তেও এই কাজ গুলো করি না। এর ফলে অনেক দিন ধরে উইন্ডোজ চালানোর পর দেখা যায় আমাদের উইন্ডোজটি ধীরে ধীরে স্লো হয়ে যায়। এর কারণ কিছু ফাইল আমাদের র‍্যামে জায়গা খেয়ে থাকে এবং তা দিন দিন বারতে থাকে, কিন্তু এই ফাইল গুলো ওই সময়ের জন্য প্রয়োজন লাগে পরবর্তীতে লাগে না, ডিলিট করে দিলে পরে আবার যখন ওই ফাইল রিলিটেড অ্যাপ্লিকেশান চালু করবেন অটো আবার ফাইল গুলো চলে আসবে।

এই পোস্টটি মুলত নতুন পিসি ইউজারদের জন্য। যারা বেশি দিন হয়নি পিসি কিনেছেন এই কাজ গুলো করলে আপনার পিসি কখনো স্লো হবে না আশা করি। নিচে ভিডিওটি দেখে শিখে নিন এবং কোন সমস্যা কমেন্ট করবেন।

আপনার পিসির ইন্টারনেট স্পীড বারিয়ে নিন ঃ পোস্ট লিঙ্ক

আমার পোস্ট গুলো যদি আপনাদের ভাল লেগে থাকে তবে আমার ফেসবুক গ্রুপ এ যোগ দিতে পারেন এবং কম্পিউটার সম্পর্কিত যেকোনো সমস্যা আলোচনা করতে পারেন। ফেসবুক গ্রুপ

আপনি হয়তো বিষয়টি জানেন বা প্রয়োজন নেই কিন্তু অন্যরা জানে না বা অনেকের প্রয়োজন, তাই Social media site গুলোতে শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ