স্যামসাং কম্পানী ছাড় দিচ্ছে মোবাইল সহ আরও কিছু পণ্য।
techspot.com.bd | ১,৫৮৯ বার পঠিত | জুন ৮, ২০১৬ | টিপস্ এন্ড ট্রিকস্ | No | ৩:৫২ PM |
ঈদের উপলক্ষে স্যামসাং মোবাইল বেশ কয়েকটি মডেলসহ বেশ কয়েকটি ইলেকট্রনিকস পণ্যে ছাড়া দেওয়ার ঘোষণ দিয়েয়ে স্যামসাং কর্তৃপক্ষ। এই ছাড়ে অফারকে বলেছে তারা ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’। স্যামসাং এর বিজ্ঞপ্তি অনুযায়ী তার জানিয়েছেন, গ্যালাক্সি এস ৭ এজে ছাড় শুরু ১০ হাজার টাকা থেকে ছাড় শুরু করেছে। জে সিরিজের জে৩,জে৫,জে৭ ২০১৫-২০১৬ সংস্কানণের সঙ্গে তারা এক হাজার টাকা ছাড় দিয়েছে এবং লটারি করে হেলিকপ্টার চড়ার বিশেষ সুযোগ দেবে বলে জানিয়েছে স্যামসাং কর্তৃক্ষপক্ষ।
স্যামসাং গ্যালাক্সি এ৭ স্মার্টফেনে রয়েছে পাঁচ হাজার টাকা পযন্ত ছাড়। গ্যালাক্সি ট্যাবের সাথে রয়েছে গ্রামীণফোনের ডেটার বিশেষ অফার। যা আপনার প্রয়োজনীয় থেকে বেশি।
ইলেকট্রনিক্স ডিভাসে যেমন টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন ও ওভেন কিনলে ছাড়ের ঘোষণা দিয়েছে এই প্রতিষ্ঠানটি। আবার ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, সিঙ্গার থেকে কেন পণ্যেরও এই অফারের মধ্যে থাকবে।
সময় পেলে ঘুরে আসতে পারেন আামার ক্ষুদ্র এই ওয়েবসাইট থেকে– www.techspot.com.bd

যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
১,৫৮৯ বার পঠিত | জুন ৮, ২০১৬ | ৩:৫২ PM