আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা আশা করি ভালই আছেন। এই রমজানের সময়ে সবাই হয়ত একটু অবসর সময় কাটাচ্ছেন। কি আর করবেন অফিসও একটু চাপ কম। আর এই অবসর সময়ে একটু ভেবে লিখতে বসলাম। আজকের টিউনটি। তো চলুন শুরু করি।

রমজান মাস। কিছুদিন পরই আসবে খুশির ঈদ। যা মুসলিমদের সবচেয়ে বেশি খুশির দিন। আর এই দিনটিকে ঘিরে চলছে কেনাকাটা। হয়ত অনেকে রোজার আগেই কেনাকাটা সেরে ফেলেছেন আবার অনেকেই এখন করছেন বা করবেন। তবে বাজারে কিছু অসাধু প্রকৃতির মানুষ আছে যারা প্রতিনিয়ত মানুষকে ঠকাচ্ছে। আর তারা নকল টাকা তৈরী করে বাজারে বাজারে শুরু করেছেন জাল টাকার ব্যাবসা। আর এই ব্যাবসার কারনে প্রতিদিনই ঠকছেন অনেক মানুষ। একবার ভেবে দেখুন তো আপনার সাথে যদি এমনটা হয়???? তাহলে তখন কী করবেন???? হয়ত একটু আফসোস এছাড়া আর কী?? যদি কোন গরীবের সাথে এমনটা হয় তখন???

যাইহোক এবার আপনিই খুব সহজে সনাক্ত করতে পারবেন জাল টাকার। আর এই বিষয়ে বাংলাদেশে তৈরী করা হয়েছে একটি এ্যাপস্।

তো চলুন এখান থেকে ডাউনলোড করে নিন।

ডাউনলোড তো করবেন চলুন অ্যাপসটির কিছু স্কিনশর্ট দেখে নিই।

আজ আর নয়। হয়ত এই টিউন হতে আপনারা একটু উপকৃত হতে পারেন তাই টিউনটি দিলাম। টিউনটি কেমন হল তা অবশ্যই জানাবেন।

আমার সাইটঃ https://trickround.comimg src=