আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে??? আশা করি ভালই আছেন। আর আপনাদের দোয়াতে আমিও ভালই আছি। তো আমার টিউনের টাইটেলটা তো দেখেছেন, তো এবার সরাসরি টিউনে চলে যাই।

কমদামী একটি ট্যাব বাজারে ছাড়তে যাচ্ছে অনলাইনে কেনাকাটার সাইট অ্যামাজান ডটকম। ‘অ্যামাজান ফায়ার ট্যাব’ নামের এই ডিভাইস ৪৯.৯৯ মার্কিন ডলার বা ৩ হাজার ৮৮৮ টাকায় পাওয়া যাবে।

৩০ সেপ্টেম্বর থেকে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে অ্যামাজান কর্তৃপক্ষ। তবে চাইলে আজই ডিভাইসটির জন্য আগাম ক্রয়াদেশ দেয়া যাবে।

অ্যামাজান ফায়ার ট্যাবে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের পরিবর্ধিত সংস্করণ ফায়ার ওস ফাইভ ব্যবহার করা হয়েছে। আইপিএস ডিসপ্লের এই ডিভাইসে ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর রয়েছে।

কমদামী একটি ট্যাব বাজারে ছাড়তে যাচ্ছে অনলাইনে কেনাকাটার সাইট অ্যামাজান ডটকম। ‘অ্যামাজান ফায়ার ট্যাব’ নামের এই ডিভাইস ৪৯.৯৯ মার্কিন ডলার বা ৩ হাজার ৮৮৮ টাকায় পাওয়া যাবে।

এক জিবি র্যা মের এই ট্যাবে ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা পাওয়া যাবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সাশ্রয়ী এই ডিভাইসে ব্যাক ও ফ্রন্ট ক্যামেরাও জুড়ে দেয়া হয়েছে। ডিভাইসটি একবার চার্জ দিলে টানা এক সপ্তাহ চলবে বলে দাবী করেছে অ্যামাজান ডটকম।

এক সঙ্গে পাঁচটি ট্যাব কিনলে একটি ট্যাব সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে বলেও ঘোষণা দিয়েছে অ্যামাজান কর্তৃপক্ষ।

এই ঠিকানায় গিয়ে আগ্রহী যে কেউ আগাম ক্রয়াদেশ করতে পারবেন।

আজ এখানেই সমাপ্তি টিউনের। সবাই ভাল থাকবেন।

আমার সাইটঃ http://trickround.com