আপনার ব্লগের এলেক্সা র্যাংক কমান কার্যকরী একটি উপায়ে ।
Hi ,সবাই কেমন আছেন? আমি ভালো আছি । আশা করি আপনারা ও ভালো আছেন । আজকে আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে একটি ওয়েব সাইট বা ব্লগের এলেক্সা র্যাঙ্ক কমানো যায় । গুগলের পেজ র্যাঙ্ক প্রায় ২ বছরের মত আপডেট হয়না । তাই ভিবিন্ন অনলাইন মার্কেটাররা এখন আর পেজ র্যাঙ্ক দেখে না , তারা এলেক্সা র্যাঙ্ক দেখে । আর তাছাড়া কিছু কিছু এডনেটওয়ার্কের রিকয়ারমেন্ট থাকে এই যে এলেক্সা র্যাঙ্ক এত এত থাকতে হবে না হয় পাবলিশাররা তাদের ব্লগকে মনিটাইজ করতে পারবেনা ইত্যাদি ইত্যাদি অনেক প্রয়োজন ও রয়েছে । আবার দেখা যায় কিছু কিছু এড নেটওয়ার্ক আছে ( CPV) ভিউ এর উপর টাকা দেয় । যেমন তাদের বিজ্ঞাপনটি যদি ১ হাজার বার প্রদর্শিত হয় ১-৩ $ দিবে ।
How to decrease alexa rank bangla Tutorial
সিস্টেমঃ
চলুন দেখা যাক সিস্টেমটা আসলে কি । এটা হচ্ছে মূলত ট্রাফিক এক্সচেঞ্জ অর্থাৎ ট্রাপিক বিনিময় কি চমকে গেলেন আরে চমকে যাওয়ার কিছুই বলিনি । কাজ হবে অটোতে আপনার চিন্তা কি । প্রথমে এই ওয়েবসাইটে যান 10khits গিয়ে রেজিস্টার করুন । তারপরে login করুন । দেখবেন বাম পাশে Website লেখাটি দেখাচ্ছে । সেখানে গিয়ে আপনার ওয়েবসাইটটি এড করে দিন । পয়েন্ট অনুযায়ী আপনি ভিজিটর পাবেন । আপনার ব্লগটি যদি ইউজাররা ১০-৩০ সেকেন্ড দেখে তাহলে আপনার ১-৩ পয়েন্ট খরছ হবে ।
পয়েন্ট আয় করার উপায়ঃ

কাজটি আপনি ওয়েব ব্রাউজার দিয়ে ও করতে পারবেন আবার 10khits সফটওয়্যার দিয়ে ও করতে পারবেন । পয়েন্ট আয় করতে বাম পাশ থেকে Surf Now তে ক্লিক করুন । এইবার একেকবার একেক জনের ওয়েব সাইট আস্তে থাকবে । আর আপনার পয়েন্ট হতে থাকবে । আপনাকে ট্যাবটি দেখতেই হবে তা বাধ্যতা মূলক না । আপনি শুধু ট্যাবটি চালু রাখবেন পরে যা মনে চায় আপনার প্রতিদিনকার কাজ চালিয়ে যান । আপনি যে 10khits এ কাজ করছেন তা ভাব্বেন ও না । কিন্তু ট্যাবটি কাটা যাবে না । 10khits ওয়েবসাইটেই দেখতে পাবেন তারা বলবে 10khits সফটওয়্যারটি ডাউনলোড করতে তো আপনি ডাউনলোড করে নিবেন । তারপরে লগিন করবেন । surf Now দিয়ে মিনিমাইজ করে রাখুন । এইবার আপনি আপনার অন্যান্য কাজ করুন । পয়েন্ট আয় হলে ভিজিটর আপনার ব্লগে অটো যেতে থাকবে আপনাকে কিছু করতে হবে না ।
*** টিউনটি পড়ে যদি মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে আপনি এটি ফেসবুক, গুগল প্লাস, টুইটারে শেয়ার করতে ভুলবেন না ***
ওয়েব ডিজাইন ,এসইও, এফিলিয়েট মারকেটিং ও ডিজিটাল মার্কেটিং শিখতে আমার ব্লগটি ভিজিট করতে ভুলবেন না Bangla Blog
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
৯৩৫ বার পঠিত | মার্চ ১৫, ২০১৭ | ৭:১৬ PM