এর আগে গতকাল একটি পোষ্ট করেছিলাম কিভাবে উইন্ডোজের পাসওয়ার্ড হ্যাক করা যায়। পোষ্টটি দেখে অনেকেই হয়ত খুব খুশি হয়েছেন কারণ নিজে পাসওয়ার্ড ভুলে গেলে কম্পিউটার খুলে ফেলতে পারবেন পাশাপাশি অন্যের কম্পিউটার হ্যাক করতে পারবেন। তবে অনেকে খুশি হলেও কেউ কেউ আবার নিরাপত্তাহীনতার ভয়ে বেশ চিন্তায় পড়ে গেছেন। এত সহজে যদি উইন্ডোজের পাসওয়ার্ড হ্যাক করা যায় তবে তো সেই পাসওয়ার্ড এর নিরাপত্তা নিয়ে ভয় থাকাটাই স্বাভাবিক। কিন্তু ভয়ের কিছু নেই। সবকিছুরই সমাধান রয়েছে। উইন্ডোজে আমরা যে সাধারণ User Account পাসওয়ার্ড কিংবা Administrator পাসওয়ার্ড ব্যবহার করে থাকি সেটা সহজেই হ্যাক করা যায়। তাই আমরা আমাদের কম্পিউটারকে আরও নিরাপত্তা দিতে Startup Password ব্যবহার করা শিখব। Startup Password ব্যবহার করলে User Account পাসওয়ার্ড হ্যাকিংয়ের মত কোন ভয় থাকবে না। কারণ কম্পিউটারে লগইন পর্দা আসলে হ্যাকিং করা সহজ হয় কিন্তু যদি লগিন পর্দাই না আসে তাহলে হ্যাকিং করা সম্ভব হয়ে ওঠে না। আর Startup Password ব্যবহার করলে উইন্ডোজের লগিন পর্দা আসার আগেই আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড ঠিক ভাবে দিতে পারলে ওপেন হবে তা না হলে কম্পিউটার ওপেন করা সম্ভব হবে না। এবার আসুন কিভাবে Startup Password দিতে হয় সেটা জেনে নেই। প্রথমে Start-এ ক্লিক করে Run গিয়ে syskey লিখে Enter চাপুন। তাইলেই Security the Windows Account Database ডায়ালগ বক্স আসবে। সেখান থেকে Encryption Enabled-এ সিলেক্ট করে Update-এ ক্লিক করুন। এবার Startup Key নামের আরেকটি ডায়ালগ বক্স আসবে। এখন Password Startup-এ ক্লিক করুন, পাসওয়ার্ড লেখার ঘর খুলে যাবে। পাসওয়ার্ড এর ঘরে আপনার ইচ্ছামত পাসওয়ার্ড লিখুন কমফার্ম এর ঘরে আবারও একই পাসওয়ার্ড লিখে OK করুন। তাইলেই পাসওয়ার্ড সেট হয়ে যাবে এবং একটি কনফার্মেশন মেসেজ আসবে। এখন থেকে কম্পিউটার ওপেন করলে পাসওয়ার্ড চাইবে তাও আবার লগিন পর্দা আসার আগেই। তাই পাসওয়ার্ড না দিলে অন্য কোনভাবে কম্পিউটার ওপেন করা যাবে না।
আপনি যদি আবার Startup Password বন্ধ করে রাখতে চান তবে পূনরায় আগের মত Security the Windows Account Database ডায়ালগ বক্সে গিয়ে Update-এ ক্লিক করে পাসওয়ার্ডের ঘরে কোন পাসওয়ার্ড না লিখে খালি রেখে OK করুন এবার আপনার সেট করা পাসওয়ার্ডটি দিতে বলবে সেটা লিখে দিয়ে OK করুন তাইলেই কনফার্মেশন মেসেজ দেখাবে এবং আপনার কম্পিউটারে Startup Password বন্ধ হয়ে যাবে। আমাদের ওয়েবসাইটের লেখাগুলি আপনার ফেসবুক ওয়ালে পেতে চাইলে আমাদের ফেসবুক ফ্যান পেজ পিসি হেল্প সেন্টার লাইক করুন।
লেখাটি পূর্বে প্রকাশিত হয়েছে লার্ন ফর পিসি ব্লগে।