ভুলে যাওয়া Password যদি চেইঞ্জ করা যায় তবে মনে রেখে লাভ কি?

কাজের কথায় আসি

আপনার কম্পিউটার অন করার সময় মাদারবোর্ডের যে স্কিনটা আসে ওটা আসার সাথে সাথেই F8 চাপুন একটু দেরি হলে কাজ হবে না আবার নতুন করে রিস্টার্ট দিয়ে কাজ করতে হবে। খেয়াল করুন তারপর safe mode select করার জন্য একটা অপসন এসেছে সেখানে safe mode select করে Enter চাপুন আপনার কম্পিউটারের ইউজার একাউন্ট এ যান যেটির Password ভুলে গেছেন সেটার administrator নামের একটা একাউন্ট দেখতে পাবেন ওখান থেকে addministrator ক্লিক করুন এর পর আপনার কম্পিউটার অন হবে তারপর start>control panel>user account এবার আপনার যে ইউজার একাউন্ট এর Password ভুলে গেছেন ওটিতে ক্লিক করুন change password এ ক্লিক করুন লক্ষকরুন আপনার কাছে current password  চায়নি এবার নতুন Password দিয়ে ওকে করুন। কম্পিউটার রিস্টার্ট দিয়ে নরমাল মুডে ওপেন করুন এবার আপনার নতুন Password কম্পিউটার ওপেন করুন।

ধন্যবাদ সবাইকে, ভাল থাকুন

আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার