আসসালামুআলাইকুম
আপনারা সবাই কেমন আছেন, নিশ্চইয় ভালো ।
আপনি কি ফটোশপ শিখবেন ভাবছেন । তাহলে এটি টিউটোরিয়ালটি আপনার জন্য খুবই কাজে দেবে । কেননা এখানে আমি খুব সহয এবং বেসিক একটি কাজ দেখিয়েছি । তার সাথে আপনার যেন বুঝতে অসুবিধা না হয়, তার জন্য একেবারে ছোট খাট বিষয় গুলোও তুলে ধরেছি । কাজটি হচ্ছে কোন ছবি থেকে অপ্রয়োজনীয় বস্তু বা যে কোন কিছু তুলে ফেলা । তাহলে চলুন শুরু করি ।
আপানার যা প্রযোজন হবে ।
১)একটি Photoshop Software (আপডেট হলে ভাল হয় ।)
২)আপনার সিলেক্ট কৃত ছবি ।
এটি Photoshop এর কাজ, তাই এটা বিস্তারিত লিখা আনেক কঠিন এবং আপনাদের বুঝে ওঠা কঠিন হবে । তাই এটি ভিডিও আকারে দিলাম ।
নিচের ভিডিওটি দেখুন আশাকরি আপনারা সবাই পারবেন ।
https://youtu.be/bDGsWELVNKE
আপনাদের কোন বুঝতে আসুবিধে হলে অবশ্যই আমাকে জানাবেন । আমি আপনার সমস্যা সমাধান করতে সদা প্রস্তুত ।তার সাথে আপনার মতামত এবং আপনি কি ধরনের টিউটোরিয়াল চান সে বিষয় Comment করুন, অবশ্যই আমি সেই বিষয়ে টিউটোরিয়াল করব ।
পরিশেষে বলতে চাই, আপনি নিজে শিখুন, আর আপনার বন্ধুও শেখার জন্য শেয়ার করুন ।
বিদায় নিচ্ছি ভাল থাকবেন ।