সম্প্রতি চালু হওয়া ইন্সটিটিউট তানজিল একাডেমী দেশের মানুষকে আরো বেশি অনলাইনে দক্ষ করার লক্ষ্যে তাঁদের কার্যক্রম শুরু করেছে। অন্য প্রতিষ্ঠান থেকে তানজিল একাডেমী সম্পূর্ণই আলাদা। কারণ তানজিল একাডেমী গতানুগতিক ধারায় বিশ্বাস করে না। এখানে শুধু তারাই অংশগ্রহণ করতে পারে যাদের ধৈর্যের সঙ্গে পরিশ্রমের রয়েছে প্রবল ইচ্ছা অনলাইন ক্যারিয়ার গড়ার। যার মধ্যে সেই ইচ্ছা বা ধৈর্য নেই সে শত চেষ্টা করলেও তানজিল একাডেমীতে অংশগ্রহণ করতে পারবে না।
দেশে একমাত্র তানজিল একাডেমী দিচ্ছে আইটি প্রশিক্ষণে আন্তর্জাতিক মানের ছোঁয়া। তানজিল একাডেমী শিক্ষার্থীদের শেখানোর পদ্ধতিই অন্যদের চেয়ে সম্পূর্ণ আলাদা। রয়েছে একাধিক রিসোর্স পারসন যারা দীর্ঘদিন কাজ করছেন অনলাইনে এবং বাংলাদেশে তারা অন্যতম ফ্রিল্যান্সার, ডেভেলপার, ব্লগার এর মধ্যে অন্যতম। এবং অন্যদের মত তানজিল একাডেমীর নেই কোন ভাড়া করা প্রশিক্ষক। এখানে আয়ের প্রলোভন দেখিয়ে কাউকে প্রশিক্ষণের সুযোগ দেয়া হয় না, বরং তাদের সুযোগ দেয়া হয় কাজ শেখানোর বা ক্যারিয়ার গড়ার প্রতিশ্রুতি দিয়ে।
https://www.youtube.com/channel/UCTE70Pyilyl4HQGyWpk9McA