সবাইকে আমার আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ক্লিক্সসেন্স এবং এটি দ্বারা কিভাবে আয় করা যায় তাই নিয়ে আলোচনা করবো। আমি আমার এই পোষ্টে ক্লিক্সসেন্স সমন্ধে একটি ভালো রিভিউ দেয়ার চেষ্টা করেছি। আমি আশা করি ক্লিক্সসেন্স এ যারা কাজ করছেন এবং যারা কাজ করতে চাইছেন তাদের সবার এই পোষ্টটি কাজে আসবে।ক্লিক্সসেন্স কি ?ক্লিক্সসেন্স একটি পিটিসি সাইট তবে এটি অন্যান্য পিটিসি সাইটের মতো না। এটির সমন্ধে আরোও রিভিউ দেখতে চাইলে আপনি গুগলে খুজে দেখতে পারেন। Example: ClixSense review or Is ClixSense Scam ? এই দুটি কমন কীওয়ার্ড দিয়ে আপনি চাইলে গুগলে খোজ করে দেখতে পারেন। ক্লিক্সসেন্স হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি বিজ্ঞাপন দেখার মাধ্যমে আয় করতে পারবেন। ক্লিক্সসেন্স সাধারনত প্রতি ক্লিক এর জন্য পে করে থাকে কিন্তু সময়ের সাথে সাথে এখন ক্লিক্সসেন্স আরোও বাড়তি কিছু কাজের জন্য পে করছে।কিভাবে আমি ক্লিক্সসেন্সে রেজিষ্টার করবো ?আপনাকে এই লিঙ্কে গিয়ে সাইন আপ করতে হবে এবং সাইন আপ করা হয়ে গেলে আপনার ইমেইলে একটি ভেরিফিকাশন লিঙ্ক আসবে তারপর লিঙ্কে গিয়ে আপনার একাউন্ট এক্টিভ করতে হবে।

ক্লিক্সসেন্স থেকে আয় করার অনেক গুলো পদ্ধতি আছে। আমি সব গুলো পদ্ধতি বিস্তারিত লেখার চেষ্টা করেছি।
->বিজ্ঞাপন দেখার মাধ্যমে
প্রতিদিন আপনি চার ধরনের বিজ্ঞাপন পাবেন ওইগুলা ক্লিক করে আপনি আয় করতে পারেন। তবে বিজ্ঞাপন অনেক কম দেয় ক্লিক্সসেন্স তাই শুধু বিজ্ঞাপন দেখে আপনি বেশি আয় করতে পারবেন নাহ। একেকটি বিজ্ঞাপন একেক ধরণের যেমন কোনোটা ৬০ সেকেন্ড আবার কোনোটা ৩ সেকেন্ড। বিজ্ঞাপনের সময়/ধরণ অনুযায়ী ক্লিক্সসেন্স আপনাকে পে করবে।
যখন আপনি কোনো এডে ক্লিক করবেন সাথে সাথেই আপনি একটি নতুন টেবে চলে যাবেন এবং আপনাকে কয়েকটি ছবি থেকে বিড়ালের ছবি নির্বাচন করতে হবে। এটি হচ্ছে (Captcha Verification)
->টাস্ক করার মাধ্যমে
ক্লিক্সসেন্সের সবচেয়ে লাভজনক উপায় হচ্ছে টাস্ক সম্পূর্ণ করা। এইখানে আপনি অনেক ধরনের ছোট ছোট কাজ পাবেন যেগুলো আপনি খুব সহজেই করতে পারবেন। কঠিন কোনো কাজ না যেমন দুইটি সাইটের তুলনা করা, স্পষ্ট চিত্র নিয়ন্ত্রণ করা, সার্ভে সম্পূর্ণ করা, একাডেমিক গবেষণামূলক সার্ভে সম্পূর্ণ করা, কীওয়ার্ড তৈরি করা ইত্যাদি। যদি এই কাজ গুলো করতে সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে দেখিয়ে দিলেই আপনি পারবেন। মজার ব্যাপার হচ্ছে ক্লিক্সসেন্সে এমন অনেক সদস্য আছে যারা শুধু টাস্ক করার মাধ্যমেই আয় করছে।
->অফার সম্পন্ন করার মাধ্যমে
->Clixgrid খেলার মাধ্যমে
->অন্যদেরকে রেফারিং করার মাধ্যমে
->একাউন্ট আপগ্রেড করার মাধ্যমে
->প্রতিদিন চেকলিস্ট দেখার মাধ্যমে
আমি আপনাদেরকে ক্লিক্সসেন্স সমন্ধে সব কিছু বলার চেষ্টা করেছি এবং আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি ক্লিক্সসেন্সের ফোরামে যেতে পারেন আর তাদের সদস্যদের কাছে যেকোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন আবার আপনি চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন।
টাকা উত্তোলন কিভাবে করবো ?
যদি Payza একাউন্ট না থাকে তাহলে আজই একটি একাউন্ট খুলে নিন। একাউন্ট খুলতে এই লিঙ্কে গিয়ে সাইন আপ করুন। সাইন আপ করার পর আপনার একাউন্ট ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করা পর্যন্ত লেনদেনন না করাই ভালো।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ।।