খুব সহজে আইপি এড্রেস পরিবর্তন করুন without সফটওয়্যার
আসসালামু আলাকুম,
সবাই্কে আজকের টিউনে স্বাগতম। কেমন আছেন সবাই্? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকবেন ও আপনার পাশেরজনকে ভাল রাখবেন। আজ আপনাদের সাথে ছোট একটি টিপস শেয়ার করব। এটি হল “মাত্র ১ মিনিটে আপনার IP পরিবর্তন করে ফেলুন without সফটওয়্যার!!!” তো এটার জন্য আমরা একটি ভিডিও তৈরী করেছি দেখুন আপনারা। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবেন। সবাই ভিডিওটি দেখুন–https://youtu.be/Ttvku7UjKVI

Change your IP address very easily
বিভিন্ন কারণে আমাদের IP পরিবর্তন করতে হয়। এই IP পরিবর্তন করতে আমাদের সফটওয়্যার প্রয়োজন হয়। এখন মনে করুন, আপনি এমন এক জায়গায় আছে, যেখানে আপনাকে আইপি এড্রেস পরিবর্তন করে প্রবেশ করতে হয়। কিন্তু দুঃখের বিষয় হল IP পরিবর্তন করা সফটওয়্যারটা তো সাথেই নেই! এখন কি করবেন? বসে বসে আপনার চেহারা পিসিতে দেখবেন? 😛 সমস্যা নাই। এই মুহূর্তে আপনার প্রয়োজন অনির্বাচিত টিউনারকে, তাই্ না? 😀 😛 জ্বী, আপনাদের সামনে অনির্বাচিত টিউনার হাজির। আসুন বকবক না করে আপনার সমস্যা সমাধান করি।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
৫১৯ বার পঠিত | জানুয়ারী ১১, ২০১৯ | ১১:২২ PM