“আসসালামুলাইকুম”

প্রিয় প্রযুক্তি ব্লগার ভাই ও বোনেরা আপনারা নিশ্চয় অবগত আছেন একে অপরকে প্রযুক্তি বিষয়ে সহযোগিতার প্রত্যয় নিয়ে পিসি হেল্পলাইন বিডির যাত্রা শুরু করেছে । এ উপলক্ষে পিসি হেল্পলাইন বিডি কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি সপ্তাহে সেরা লেখক ও সেরা মন্তব্যকারিদের কে  সম্মাননা (পুরস্কার)  দেওয়া হবে,

আসলে একজন লেখককে টাকা বা পুরস্কারের মাধ্যমে তার প্রাপ্ত মুল্যায়ন কখনো করা সম্ভব নয়, তবুও লেখকদের মাঝে উৎসাহ বাড়াতে এখন থেকে প্রতি সপ্তাহে সেরা লেখক ও  সেরা মন্তব্যকারিদের বিশেষ  সম্মাননা ( পুরস্কার ) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসি হেল্পলাইন বিডি কতৃপক্ষ !

তাই আপনার প্রযুক্তি বিষয়ক সকল অভিজ্ঞতা পিসি হেল্পলাইন বিডি পাঠকদের মাঝে শেয়ার করুন করে জিতে নিন সেরা প্রযুক্তি ব্লগার সম্মাননা !

prizes

সেরা লেখক ও মন্তব্যকারিদের  জন্য কি কি পুরস্কার থাকছে ?

বিজয়ী লেখক পাবেন একটি বিজয়ী লেখক হোস্টিং একাউন্ট ।

বিজয়ী লেখক হোস্টিং একাউন্ট বিস্তারিত

Disk Space :  500 MB

Monthly Bandwidth: 5000 MB

Hosted Domain : 5

Subdomains : 5

FTP Accounts : 5

MySQL Databases : 5

Emails : 10

Server Types : 32 Cores

বিজয়ী মন্তব্যকারি পাবেন একটি বিজয়ী মন্তব্যকারি হোস্টিং একাউন্ট  ।

বিজয়ী মন্তব্যকারি হোস্টিং একাউন্ট বিস্তারিত

Disk Space :  250 MB

Monthly Bandwidth: 2500 MB

Hosted Domain : 2

Subdomains : 2

FTP Accounts : 2

MySQL Databases : 2

Emails : 5

Server Types : 16 Cores

Cpanel এর ডেমো দেখতে এখানে ক্লিক করুন।

প্রতিযোগিতার নিয়মাবলীঃ

১. সম্পূর্ণ নিজের লেখা প্রযুক্তি বিষয়ক পোস্ট পিসি হেল্পলাইন বিডি ব্লগে প্রকাশ করতে হবে ।

২. অন্য ব্লগারের পোস্ট কপি পেস্ট করে নিজের নামে চালানো যাবেনা, এক্ষেত্রে ব্লগের সদস্যপদ স্থগিত করা হবে। (আপনার নিজের লেখা হলে অন্য ব্লগ থেকে আমাদের ব্লগে পোস্ট করতে পারবেন ।)

৩. নীতিমালা এবং নোটিশ বোর্ড অনুসরণ করতে হবে।

৪. ব্লগে লেখক না হয়ে থাকলে তা হবার জন্য নিবন্ধন করুন

৫. লেখা ২০০ শব্দের অধিক, বানান শুদ্ধ, এবং অবশ্যই টেকনোলোজি বিষয়ক হতে হবে।

৬. ফিচার ইমেজ এবং অন্যান্য একটি ইমেজ দিতে হবে।

৭. ব্লগে যেসকল পোস্ট বিদ্যমান তা দেয়া যাবে না।

৮. ধারাবাহিক পোস্ট দিলে তা টেবিল-অব-কন্টেন্ট দিয়ে তারপর, এক এক করে দিতে হবে।

৯. যেকোন শর্ট-লিঙ্ক নিষিদ্ধ। লিঙ্ক দিলে সরাসরি ডাউনলোড করা যায় এমন লিঙ্ক দিবেন। wait 5 sec, wait few seconds, captcha ইত্যাদি লিঙ্ক দেয়া যাবে না।

১০. কমপক্ষে ১৬টি পোস্ট করতে হবে।

১১. প্রতিদিন ৫টির বেশী পোস্ট করা যাবে না।

১২. আসল নাম ব্যবহার করে পোস্ট করতে হবে, অন্যথায় আপনার পোস্ট গ্রহণযোগ্য হবে না। এই ক্ষেত্রে আপনার আইডি চাওয়া হবে।

১৩. বিজ্ঞাপন সংক্রান্ত পোস্ট গ্রহণযোগ্য হবে না।

১৪. একই মন্তব্য বিভিন্ন পোস্টে দেয়া যাবে না, পোস্ট অনুযায়ী মন্তব্য করতে হবে ।

১৫. পিটিসি ও বিজ্ঞাপন মুলক পোস্ট করা যাবে না।

১৬. পিটিসি ও বিজ্ঞাপন মুলক মন্তব্যকারি পুরস্কারের আওতার বাইরে থাকবে ।

১৭. একজনের একটি আইডি পুরষ্কারের জন্য বিবেচনা করা হবে, একজনের একাধিক আইডি পুরস্কারের বিবেচনা করা হবেনা ।

১৮. সবার চাইতে বেশী পোস্ট করা লেখক ও মন্তব্যকারিকে সেরা লেখক এবং মন্তব্যকারি ঘোষণা দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে ।

১৯. আপনাকে অবশ্যই বাংলাদেশে অবস্থান করতে হবে।

২০. পিসি হেল্পলাইন বিডি পরিবারের কোন অ্যাডমিন বা মডারেটর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই প্রতিযোগিতায় আওতায় পরবে না ।

শুরু হবেঃ ২৫ অক্টোবর, ২০১৬ ইং

কম্পিটেশন চলবেঃ মঙ্গলবার থেকে সোমবার (৬ দিন)

ফলাফল প্রকাশঃ মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬ ইং

শর্তাবলীঃ

*পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে ।

*আপনি কতটি পোস্ট করলেন তার উপর বিবেচনা করে পুরষ্কার দেয়া হবে না, আপনি কেমন পোস্ট করছেন তার উপর বিবেচনা করে পুরষ্কার দেয়া হবে।

*বিজয়ী ঘোষণা করার ক্ষেত্রে পিসি হেল্পলাইন বিডি কতৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মেনে নিতে হবে, এজন্য আইন বা আদালতের শরণাপন্ন হওয়া যাবেনা ।

*পিসি হেল্পলাইন বিডি কতৃপক্ষ যেকোন পরিবর্তন, পরিবর্ধন বা প্রতিযোগিতা স্থগিত করার অধিকার রাখে ।

ব্লগিং ধামাকা সংক্রান্ত যেকোন তথ্য জানতে ইমেইল করুনঃ  pchelplinebd.co@gmail.com

Blogging Competition Powered By HostLineBD.Ga

 

(PC HELP LINE BD – পিসি হেল্প লাইন বিডি) [ Pchelplinebd.co ]