বিকাশ দিচ্ছে ২৩০ টাকা বোনাস
Dihan | ৫৩৩ বার পঠিত | ফেব্রুয়ারী ৬, ২০২০ | অনলাইন ইনকাম | No | ৬:২৭ PM |
বিকাশ লেনদেনের সবচেয়ে দ্রুত ও নিরাপদ মাধ্যম। বিকাশ আপনাকে দেয় সেন্ড মানি, অ্যাড মানি, পে বিল, মোবাইল রিচার্জ এবং পেমেন্টসহ লাইফ সিম্পল করার সব সার্ভিস। বিকাশ অ্যাপ থেকে একাউন্ট খুলে লগ ইন করে যত ব্যবহার করবেন তত বোনাস পাবেন। বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাপ থেকেই নিজের একাউন্ট খুলুন আর প্রতি সপ্তাহে চ্যালেঞ্জ সম্পন্ন করে নিন ৮ সপ্তাহে সর্বমোট ২৩০ টাকা পর্যন্ত বোনাস।
হ্যাল্লো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশাকরি ভালোই আছো। টাইটেল দেখেই নিশ্চই বুঝে গেছ আজ আমি কি নিয়ে টিউন করতে চলেছি। হ্যা বন্ধুরা, আজ আমি তোমাদের জানাবো কিভাবে তুমি বিকাশ অ্যাপ ব্যবহার করে ২৩০ টাকা পেয়ে যেতে পারো।
মনে রেখো, তুমি যদি বিকাশ অ্যাপ এর আগেও ব্যবহার করে থাকো তাহলে তুমি পাবা ১৮০ টাকা বোনাস, আর কখনোই ব্যবহার না করে থাকলে পাবা মোট ২৩০ টাকা বোনাস। তো আর দেরি কেন। ভিডিওটি দেখা শুরু করে দাও। ভিডিওটিতে আমি দেখিয়েছি কোন কোন খাত থেকে তুমি কত টাকা করে বোনাস পেতে পারো। যদি তুমি ভিডিও তে বলা চ্যালেঞ্জগুলো সম্পুর্ণ করতে পারো – তাহলে চ্যালেঞ্জ সম্পূর্ণ করার দুই কর্মদিবসের মধ্যেই তুমি তোমার বোনাস পেয়ে যাবে। তবে যদি তুমি বৃহস্পতিবারে চ্যালেঞ্জ সম্পূর্ণ করো – তবে তোমাকে বোনাস পাওয়ার জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ শুক্র বার হলো ছুটির দিন।

আরেকটি কথা এই ফাকে তোমাদের বলে নিই, তোমরা কখনোই অবৈধভাবে এই বোনাস গ্রহণের চেষ্টা করবা না। কারণ বিকাশ খুবই শক্তভাবে তাদের ওয়েবসাইটে বলে দিয়েছে কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এরূপ কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার হয়েছে, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের বোনাস বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
তবে, বিকাশ যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেহেতু এই বোনাস পেতে গেলে তোমাকে কিছু শর্তও মানতে হবে। কি কি শর্ত মানতে হবে আমি সেগুলো নিয়েও ভিডিওতে আলোচনা করেছি। যদিও ভিডিও টি মাত্র তিন মিনিটের, তবুও এই ভিডিওটি একটুও না টেনে পুরোটা দেখলে তুমি সহজেই বুঝে যাবা কিভাবে বিকাশ থেকে ২৩০ টাকা বোনাস নেয়া যাবে।
ভিডিওটি দেখতে থাকো, আমি গেলাম। টাটা।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
৫৩৩ বার পঠিত | ফেব্রুয়ারী ৬, ২০২০ | ৬:২৭ PM