ফেইসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কি এবং কিভাবে কাজ করে ?
shimulkazol | ১,০৯৯ বার পঠিত | ফেব্রুয়ারী ২৩, ২০১৮ | অনলাইন ইনকাম | No | ৫:১৮ PM |
ফেইসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল কি এবং কিভাবে কাজ করে ?
এটি ফেসবুকের একটি নতুন সিস্টেম যার মধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে করা যেকোনো পোস্ট আপনার ফেসবুক পেইজে শেয়ার করলে স্মার্টফোন ইউজারেরা কয়েক সেকেন্ডের মধ্য সেটি ফেসবুকেই পড়তে পারবেন৷ তার জন্য সময় এবং MB খরচ করে নতুন কোনো ব্রাউজারে যেতে হবেনা৷
.
ফেইসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল এর সুবিধা ও অসুবিধা কি কি ?
সুবিধা:

*** আর্টিকেল খুব দ্রুত লোড হবে।
*** আর্টিকেল ক্যাশ থাকবে বলে পরের আর্টিকেল থেকে আবার এটাতে আসলে নতুন করে লোড না হয়ে ক্যাশ থেকে লোড হবে।
*** ফেসবুক পেজে আর্টিকেল এর স্ট্যাটিকস পাওয়া যাবে।
*** মনিটাইজেশন এড করে রেভিনিউ জেনারেট করা যাবে।
অসুবিধা:
*** সাইটের উইজেট, ওয়ার্ডপ্রেসের অনেক শর্টকোড এতে কাজ করবে না।
*** মেইন সাইটের ভিজিটর কমে যাবে।
****তবে সাইটের রাঙ্ক কমবে না।
ইনস্ট্যান্ট আর্টিকেল এড করতে হলে আপদের যা যা প্রয়োজন:
১) সাইটের জন্য একটি ফেসবুক পেজ
২) সাইটে নূন্যতম ৩ টি আর্টিকেল
৩) Instant Articles for WP প্লাগিন
,
কিভাবে এখানে প্রথম সাইন আপ করব অনেকেরেই মনে প্রশ্ন জাগতে পারে তাঁরজন্য এই লিংক গেলে সব বুঝতে পারবেন
——সাইন আপ
কিভাবে আপনি ফেসবুক থেকে টাকা পাবেন????
ফেসবুক নিজেই আপনার ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্ট আর্টিকেল এর মাধ্যমে করা ফেসবুক পেজের পোস্টের সাথে সয়ংক্রিয় ভাবে বিজ্ঞাপন প্রকাশ করবে এবং সেই বিজ্ঞাপনের জন্যই মূলত ফেসবুক আপনাকে টাকা দিবে৷ আপনার ওয়েবসাইট যদি গুগুল এডসেন্স যুক্ত করাও থাকে তবে সেটি ‘ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল’ এর উপর কোনো ধরনের প্রভাব ফেলবেনা৷
ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল শুধুমাত্র মোবাইল/স্মার্টফোন ব্যবহারকারীরাই দেখতে পারবেন৷
কিভাবে একাউন্ট নাম্বার এড করবেন???
Before you get started, you’ll need to have:
– A tax identification number for you or your company, depending on who will receive the payments.
– A bank account or PayPal account that can receive payments in USD.
এবার আপনার পেইজের ইনস্ট্যান্ট আর্টিকেল অপশনে যান৷ সেখান থেকে Audience Network এ যান, তারপর Payout এ ক্লিক করুন, এবার Register a New Company তে ক্লিক করে আপনার বিস্তারিত তথ্য দিন যা শুধুমাত্র ফেসবুকই দেখতে পাবে৷ বিস্তারিত তথ্য দেওয়ার পর Continue তে ক্লিক করুন
এবার Payment Information এ আপনার ব্যাংক একাউন্ট নাম্বার দিন, কাজ শেষ!
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
১,০৯৯ বার পঠিত | ফেব্রুয়ারী ২৩, ২০১৮ | ৫:১৮ PM