আসসালামুআলাইকুম ।
আশা করি সবাই অনেক ভাল আছেন। আজ আমি আপনাদের অনলাইনে আয়ের বেস্ট একটা সাইট দিব । যা সারা বিশ্বে সমান ভাবে জনপ্রিয়। এর মাধ্যমে আপনি খুব বেশি কষ্ট না করে ভাল একটা আয় করতে পারবেন। মজার ব্যপার হল আপনার আয় করা অর্থ অন্যান্য মাধ্যম ছাড়াও আপনার যে কোন নাম্বারে রিচার্জ করতে পারবেন।
বিটকয়েন কি? বিট কয়েন হল একটি অনলাইনকারেন্সি সিস্টেমের মুদ্রা। এই কারেন্সি সিস্টেম কে ক্রিপ্টোকারেন্সি বলে।একে দেখা অথবা ছোঁয়া যায় না। এটি তৈরি হয় অনলাইন এ ডিজিটাল মাধ্যমে। বিটকয়েন পুরোপুরি আমাদের দ্বারাই নিয়ন্ত্রিত, এটি কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আপনি নিজেই অনলাইন থেকে এটি রোজগার করতে পারবেন।
কিভাবে আয়করবেন: অনেক সাইট আছে যেখান থেকে বিটকয়েন আয় করতে পারবেন। কিন্তু বিটকয়েন আয় করার আগে আপনাকে একটা বিটকয়েনগুলো জমারাখার জন্য একটা Bitcoin Wallet তৈরী করতে হবে।
বিটকয়েন ওয়ালেট: আপনি খুব সহজে কয়েনবেস (Coinbase) থেকে ওয়ালেট তৈরী করে Bitcoin Address পাবেন।
কিভাবে তৈরী করবেন:
১. প্রথমে Coinbase এ গিয়ে নাম, ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড গিয়ে Sing Up করুন। লিঙ্ক : এখানে
২. এখন মেইল একাউন্ট এ গিয়ে একাউন্ট একটিভেশন লিংক পাবেন ওটা গিয়ে একাউন্ট একটিভ করে নিন।
৩. এখন আপনার একাউন্ট এ লগ-ইন করে Advanced > Addresses Create New Address অথবা BTC Wallet এর ডান পাশে Get Bitcoin Address এ কিল্ক করলে (16p7MCXzvz4Ejtu8e1Gxrt6caQCfhWdNZg) এরকম একটা এড্রেস পাবেন। ওটাই আপনার Bitcoin Address ।
কিভাবে বিটকয়েন জমাবেন:
১. প্রথমে Freebitco এ গিয়ে আপনার নাম , ই-মেইল, Bitcoin Adress দিয়ে সাইন আপ করুন। লিঙ্ক : এখানে
২. এখন আপনার Freebitco একাউন্ট এ লগ-ইন করলে একটা Captcha পাবেন ওটা প্রতি ঘন্টায় পুরণ করলেই দেখবেন আপনার একাউন্ট এ বিটকয়েন জমা হচ্ছে।
৩. এভাবে 0.00005400BTC হলে আপনার ওয়ালেটে Withdraw করে টাকা জমা করতে পারবেন। এভাবে আপনার Wallet এ ৫০ টাকা জমা হলে আপনি তা যে কোন মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন।
এ ছাড়াও আনেক সাইট আছে যেখান থেকে আপনার Bitocoin Address টি ব্যবহার করে Bitcoin জমাতে পারেন।
কিভাবে রিচার্জ করবেন:
১. প্রথমে Bitrefill গিয়ে আপনার নাম্বার দিয়ে দিন। তার পর আপনার ই-মেইল এড্রেস (যেটা দিয়ে আপনার কয়েনবেস একাউন্ট দিয়েছেন) দিলে আপনার একান্টন থেকে আপনার ক্রয়ক্রিত রিচার্জ পরিমনণ বিটকয়েন কেটে নিয়ে আপনার নাম্বার রিচার্জ হয়ে যাবে।
এ ছাড়া ভিডিও টিউটোরিয়াল পেতে এই লিঙ্ক এ যান : লিঙ্ক
কারো কোন কনফিউশান থাকলে অথবা কোথাও বুজতে সমস্যা হলে কমেন্ট করুন । যে কোন সসম্যার খুব দ্রুত সমাধান দেয়ার চেষ্টা করব।