প্রিমো এইচ৮ বিপুল পরিমাণ সারা পাওয়ার পরে ওয়ালটন যুক্ত করেছে এর নতুন একটি ভার্সন প্রিমো এইচ এইট টার্বো । ১.২৮ গিগাহার্জ এর পরিবর্তে যুক্ত করা হয়েছে ১.৫ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। ২ জিবি অথবা ৩ জিবি র্যামের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে ১৬ জিবি। এ ছাড়া ডিসপ্লে সেকশনে ৫.৪৫ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে । ৮ মেগাপিক্সেল সেলফি ও রিয়ার ক্যামেরা। ৩২০০ এমএআইচ ব্যাটারি।
এখানে লক্ষ করলে দেখা যায় যে, এই ভার্শনটিতে মূলত পারফর্মেন্সের ইমপ্লিমেন্ট করা হয়েছে। অর্থাৎ ফাস্ট আপ্স ওপেনিং কিংবা গেমিং এর ক্ষেত্রে দারুন অভিজ্ঞতা পাওয়া যাবে। প্রিমো এইচ এইট টার্বো (৩ জিবি র্যাম) এর ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,৯৯৯ টাকা অর্থাৎ প্রায় আট হাজার টাকা।
বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে
হ্যান্ডসেট হাইলাইটসঃ
- ৪জি নেটওয়ার্ক সাপোর্ট
- এন্ড্রয়েড ৮.১ অরিও
১.২৮গিগাহার্জ১.৫গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর- ৩ জিবি র্যাম; ১৬ জিবি রম
- ৫.৪৫ ইঞ্চি ফুল এইচডি ১৮ঃ৯ রেসিও আইপিএস ডিসপ্লে
- ২.৫ ডি কার্ভড গ্লাস
- ৮ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার সনি ক্যামেরা সাথে এলিডি ফ্ল্যাশ
- ৮ মেগাপিক্সেল অমনিভিশন সেলফি ক্যামেরা
- ফেস আলনক
- ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- ৩২০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন লিথিয়াম পলিমার ব্যাটারি
- ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, নোটিফিকেশন লাইট, ওটিজি, ওটিয়ে আপডেট সহ আর অনেক…।