আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই??? আশা করি ভালই আছেন। আজ মাহে রমজানের প্রথম দিন,আর হয়ত আমার মুসলিম পাঠক ভাই-বোনেরা সকলেই রোজা রাখছেন। আর এই দিনে আমার টিউনের বিষয় হল টেলিটকের নতুন সিম “জোনাকি” সম্বন্ধে।
বাংলাদেশের একমাত্র সরকারী সিম হল টেলিটক যা এদেশের সরকারের অধীন। আর প্রতিবারের মতও এবারও নতুন এক চমক টেলিটকের। আর তাদের চমকের একমাত্র ভঙ্গিটি হল তাদের নতুন সিম, এবং সাথে নতুন প্যাকেজ।
টেলিটক নিয়ে এলো বিশেষ সিম ‘জোনাকি’। মাত্র ৮০
টাকায় জোনাকি প্যাকেজের সিম এখন বাজারে কিনতে পাওয়া যাচ্ছে।
জোনাকি প্যাকেজের বিশেষ সুবিধা হলো, এই সিম দিয়ে ঘরে বসে খুব সহজেই পল্লী বিদ্যুৎ এর বিল পরিশোধ করা যাবে।
এছাড়া জোনাকি প্যাকেজে টেলিটক টু টেলিটক কথা বলে যাবে প্রতি সেকেণ্ড মাত্র আধা পয়সায়।
টেলিটক ছাড়া অন্য অপারেটরে কথা বলতে খরচ হবে প্রতি সেকেণ্ড মাত্র এক পয়সায়।
এই সিমে একটি টেলিটক ওয়ালেট অ্যাকাউন্ট চালু করা যাবে। এরপর ওয়ালেটে টাকা রিচার্জ করে সেই
টাকায় ঘরে বসেই পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুৎ এর বিল।
এছাড়া জোনাকি সিমে রয়েছে হ্রাসকৃত মূল্যে বিশেষ ডাটা প্যাকেজ। খুব কম টাকায় আপনি পাবেন থ্রি-জি ইন্টারনেট সুবিধা।
সারাদেশে সিমটি এখন কিনতে পাওয়া যাচ্ছে। তবে টেলিটক অপারেটরের কথা অনুযায়ী সবচেয়ে কম মুল্যে ডাটা প্যাকেজ পাবেন এই জোনাকি সিমে।
আজ এ পর্যন্তই, যদি নতুন কোন টিপসের সন্ধান পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাব। সবাই ভাল থাকবেন,সুস্থ্য থাকবেন। আল্লাহ হাফেজ।
আমার সাইটঃ http://trickround.com