এসএএও নিয়োগ পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি (৩৩তম পর্ব)
মোঃ সাইফুল রাজা | ১,০০৬ বার পঠিত | সেপ্টেম্বর ৯, ২০১৪ | magento | ১ | ১১:৩৯ PM |
কৃষি বিষয়ক সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
প্রশ্নঃ এনথ্রাকনোজ রোগ ছড়ানোর প্রধান উপায় কি?
উত্তরঃ বৃষ্টির ঝাপটা।
প্রশ্নঃ এনথ্রাকনোজ রোগ প্রতিরোধী পাটের প্রজাতীর নাম কি?

উত্তরঃ তোষা পাট।
প্রশ্নঃ লিফ মোজাইক ছড়ায় কিসের দ্বারা?
উত্তরঃ সাদামাছি দ্বারা।
প্রশ্নঃ পাটের শিকড় গিট বেশি হয় কোন মাসে?
উত্তরঃ জুলাই-আগস্ট মাসে।
প্রশ্নঃ আখের লাল পচা জীবাণুর নাম কি?
উত্তরঃ colletotrichum falcatum.
প্রশ্নঃ আখের লাল পচা রোগের প্রধান বাহক কি?
উত্তরঃ বীজ/কাটিং সেট।
প্রশ্নঃ লাল পচা রোগ সৃষ্টিতে মাজরা পোকার ভূমিকা কি?
উত্তরঃ কান্ড ছিদ্র করে সংবেদনশীলতা বাড়ায়।
প্রশ্নঃ আখের সাদাপাতা রোগের লক্ষণ কি?
উত্তরঃ আক্রান্ত গাছের কুঁশিগুলো সাদা হয়ে যায়।
প্রশ্নঃ সাদাপাতা রোগের জীবাণুর নাম কি?
উত্তরঃ মাইকোপ্লাজমা।
প্রশ্নঃ কালোশীষ রোগের নাম হওয়ার কারণ কি?
উত্তরঃ আক্রান্ত গাছের শীষ কাল চাবুকের মত হয়।
প্রশ্নঃ কালোশীষ রোগের জীবাণুর নাম কি?
উত্তরঃ Ustilago Scitamineae.
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
good i like this page