স্ত্রীকে আঘাত করায় কোরআন মুখস্থের দণ্ড
মোঃ আবুল বাশার | ১,৭৮৫ বার পঠিত | এপ্রিল ২২, ২০১৩ | আইটি নিউজ,ইসলামিক | ১ | ৯:০৪ AM |
স্ত্রীর গায়ে হাত তোলার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় সৌদি আরবের এক ব্যক্তিকে দণ্ড হিসেবে পবিত্র কোরআন তেলাওয়াত ও দাম্পত্য সম্পর্কের ওপর রচিত দুটি ইসলামী বই পড়ার নির্দেশ দেয়া হয়েছে। এখানেই শেষ নয়। গ্রন্থগুলো পড়ার পর তাকে একটি পরীক্ষা দিতে হবে। জেদ্দার রেড সী রিসোর্টের ওই আদালতের রায়ে আরও বলা হয়েছে, অভিযুক্তের স্ত্রীকে জরিমানা হিসেবে ৭ হাজার সৌদি রিয়াল বা ১ হাজার ৯শ’ ডলার পরিশোধ করতে হবে। একই সঙ্গে তাকে নারী অধিকার সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করতে হবে। অভিযুক্ত ওই ব্যক্তিকে পবিত্র কোরআনের ৩০ পারার মধ্যে ৫ পারা মুখস্থ করতে হবে। একই সঙ্গে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ১০০ উক্তি মুখস্থ করতে হবে। শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পর ওই ব্যক্তির স্ত্রী কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পর ঘটনার সূত্রপাত হয়। অভিযোগে তিনি বলেছেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে দু’জনের মধ্যে বিতর্কের এক পর্যায়ে তার স্বামী তাকে আঘাত করেন।
অস্যংখ্য ধন্যবাদ এই রায়ের জন্য, এই রকম রায় বিশ্বের সব যায়গাতে হওয়া উচিৎ।

সূত্র এখানে
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
এই হল আইন । অসাধারন ভাই । পড়ে খুব ভাল লাগলো ।