কৃষ্ণ কুমার চাকী, হ্যালো-টুডে ডটকম :বাড়িতে লোকজনের অনুপস্থিতি সকল চোরের জন্য অত্যন্ত সুখকর বিষয়। কারণ বাড়িতে কেউ না থাকলে চোরেরা খুব মজা করে ঘরের সকল মূল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যেতে পারে। কিন্তু চোরের এই সুখকর খবরে কাবাবে হাড্ডি হওয়ার মতো দুঃসংবাদ হয়ে দেখা দিয়েছে ছোট্ট একটি যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে বাসা-বাড়ি, অফিস-আদালত, যানবাহন সহ বিভিন্ন দামি জিনিষ চুরি থেকে রক্ষা করা সম্ভব।বাড়িতে গৃহকর্তা বা অন্য কোন সদস্য না থাকলেও,ঘরে মধ্যে বসানো এই গোপন ক্ষুদ্র যন্ত্র চোর বা অচেনা-অজানা কোন ব্যক্তির উপস্থিতি মূহর্তে গৃহকর্তার মোবাইল সেটে একটি সিগনালের মাধ্যমে পেঁৗছে দিবে। মোবাইল সেটটি যদি থ্রি-জি হয় তাহলে তিনি চোরকে দেখতে পাবেন।
সিগনাল পাওয়ার পর ইচ্ছে করলে ঘরের মধ্যে বসানো সাউন্ড সিস্টেম থেকে চোরকে চলে যাওয়ার জন্য বলা যেতে পারে। আবার ইচ্ছে করলে ঘরের দরজা লক করে চোরকে আটকও করতে পারবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহিদ মোস্তফা নামের এক যুবক এই ক্ষুদ্র যন্ত্র আবিষ্কারের দাবি করায় এলাকায় রীতিমত সাড়া পড়েছে। উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তাজপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক রমজান আলীর পুত্র এবং ঢাকার মোহাম্মদপুরের আলহাজ মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কম্পিউটার বিষয়ে অধ্যয়নরত শহিদ মোস্তফা অনেকটা কৌতূহলবশত এই যন্ত্রটি আবিষ্কার করে নাম দিয়েছে এসএফএস ডিভাইজ।
শহিদ মোস্তফা বলেন, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই ডিভাইজের আরও আধুনিকায়নের মাধ্যমে বাড়িঘর, যানবাহন, অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এই যন্ত্র ব্যবহার করে চুরিসহ বিভিন্ন ধরনের সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব।
সূত্র হ্যালো টুডে
thanks vai for share
and congratulation for 200 post
valo thakben.
ধন্যবাদ ভাই আপনাকেও কমেন্ট করার জন্য।