বিশেষ ছাড়ে বিক্রি হচ্ছে Primo F8s!
Riad Ahmed | ৫৯৭ বার পঠিত | এপ্রিল ১২, ২০১৯ | আইটি নিউজ | No | ৮:০৭ AM |
সাশ্রয়ী মূল্যে কিনুন পছন্দের স্মার্টফোন। ৩০০ টাকা ছাড়ে Primo F8s পাচ্ছেন এখন বিশেষ মূল্যে মাত্র ৪,৮৯৯ টাকায়। অফার শেষ হবার আগেই লুফে নিন লাল, কাল ও সোনালি রঙ থেকে আপনার পছন্দের Primo F8s।
মূল আকর্ষণঃ
- অ্যান্ড্রয়েড ৮.১ গো এডিশন
- ৫.৪৫” ফুল-ভিউ ডিসপ্লে (১৮ঃ৯)
- ১.৩ গিগাহার্জ কোয়াড-কোর প্রসেসর
- ১ জিবি র্যাম; ৮ জিবি রম
- ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
- ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
- স্মার্ট জেসচার, স্মার্ট অ্যাকশন
- ২২০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি
- ওটিএ আপডেটের সুবিধা সহ আরও অনেক কিছু।
প্রিমো এফ৮এস মডেলের স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৫ ইঞ্চির আইপিএস প্রযুক্তির এফডব্লিউভিজিএ পর্দা। ১৬ মিলিয়ন কালার সাপোর্টেড পর্দায় ছবি বা ভিডিও দেখা, গেইম খেলা কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ে মিলবে আনন্দময় অভিজ্ঞতা।
আছে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, মালি-৪০০ জিপিইউ ও ফাইল সংরক্ষণে ৮ গিগাবাইট স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত মেমরি বাড়ানো যাবে।

এই স্মার্টফোনের উভয় প্রান্তে রয়েছে বিএসআই সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এলইডি ফ্ল্যাশযুক্ত পেছনের ক্যামেরায় নরমাল মোড ছাড়াও প্রফেশনাল, ফেইস বিউটি, প্যানোরমা, এইচডিআর, সিন ফ্রেম, স্পোর্টস মোড, নাইট মোডে ছবি তোলা যাবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, টাচ শট ইত্যাদি। ধারণ করা যাবে ফুল এইচডি ভিডিও।
অ্যান্ড্রয়েড ৮.১ গো এডিশন অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনটির পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ২২০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। আছে মাল্টি-উইন্ডো প্রযুক্তি। ফলে একই সঙ্গে ডিসপ্লেতে একাধিক অ্যাপস ব্যবহার করা যাবে।
থ্রিজি সাপোর্টেড ফোনটিতে একসঙ্গে ব্যবহার করা যাবে দুটি সিম। কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ল্যান হটস্পট, ওটিএ ও মাইক্রো ইউএসবি২ সুবিধা। সেন্সর হিসেবে রয়েছে জিপিএস, এ-জিপিএস নেভিগেশন, প্রোক্সিমিটি, এক্সিলারোমিটার (থ্রিডি), লাইট (ব্রাইটনেস) ইত্যাদি। মাল্টিমিডিয়া ফিচার হিসেবে আছে ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক ও রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
৫৯৭ বার পঠিত | এপ্রিল ১২, ২০১৯ | ৮:০৭ AM