কোরিয়ার মিডিয়া হুওয়ার্ড-এর কাছ থেকে জানা গেছে যে, আগামী জুলাই মাসেই স্যামসাং গ্যালাক্সি নোট ৫ বাজারে আনার ঘোষণা দিতে পারে। কোম্পানিটি নোট ৫ দিয়ে অ্যাপেলের আইফোন ৬প্লাসকে পেছনে ফেলার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে । এটিই হবে স্যামসাং গ্যালাক্সি নোট ৪ এর পরবর্তী সংস্করণ যা হয়তো সেপ্টেম্বরের শুরুতেই গ্রাহকদের হাতে এসে পৌঁছাবে। অবশ্য জুলাইয়ের প্রথম দিকেই কোরীয়ার বিখ্যাত এই কোম্পানিটি আনুষ্ঠানিক ভাবে তাদের কাঙ্খিত এই ফোন সেটটির বিষয়ে ঘোষণা দিবে। দু’দিন আগে শেষ হওয়া বার্লিন আইএফএ ট্রেড শো’তে জানা গেল স্যামসাংয়ের আসন্ন স্মার্টফোনটি সম্পর্কিত এ সব তথ্য।
খুব দ্রুতগতিতে গ্যালাক্সি নোট ৫ তৈরির কাজ চলছে। কারণ স্যামসাং চাইছে অ্যাপেলের আইফোন ৬এস এবং ৬এস প্লাস এর বিষয়ে ঘোষণা আসার আগেই নোট ৫ এর ঘোষণা দিতে। স্যামসাং এবারই প্রথম অ্যাপেলকে অবমুক্তির তারিখে পিছিয়ে রাখার চ্যালেঞ্জ জানাচ্ছে।
ইতোমধ্যে জানা ২০১৫ এর মধ্যেই গেছে গ্যালাক্সি নোট ৫ আল্ট্রা-এইচডি (২১৬০ * ৩৮৪০) রেজ্যুলুশন সম্পন্ন অ্যামোলেড স্ক্রীন সহকারে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। হুওয়ার্ড এর তথ্যমতে রেগুলার নোট ৫ এর আকার হবে ৫.৮৯ ইঞ্চি এবং নোট ৫ এজ হবে ৫.৭৮ ইঞ্চি। এতে থাকবে এক্সিনস চিপসেট, সম্ভবত গ্যালাক্সি ৬ এ যেমনটি ছিল। কোরীয়ার মিডিয়া জানিয়েছে যে, নোট ৫ হবে ০.৩১ ইঞ্চি (৭.৯মিমি) পুরু। আগের নোটটি এর চেয়ে ০.০২ ইঞ্চি বেশি পুরু ছিল। অবশ্য এর ব্যাটারীটি হবে আগেরটির চেয়ে বড়- ৪১০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার।
সত্যিই যদি এই সব বৈশিষ্ট্য নিয়ে স্যামসাং গ্যালাক্সি নোট ৫ বাজারে আসে তবে তা নিঃসন্দেহে গ্রাহক হৃদয় জয় করতে সক্ষম হবে। কিন্তু ঘটনাটি ঘটবে কি ঘটবে না তা জানতে যথারীতি অপেক্ষা করতেই হচ্ছে।
তথ্যসূত্রঃ WhoWired
অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।