আল্লার নাম নিয়ে ফেসবুক দিয়ে আমার ৫০ তম পোস্ট করতে বসে গেলাম । আশাকরি আপনারা সবাই খুব ভাল আছেন । আল্লার কাছে দোয়া করি যেন আপনারা সবাই ভাল থাকেন । আজকে আমি দেখাব কিভাবে আপনার ফেসবুক বন্ধুর অ্যালবম এর সকল ছবি একসঙ্গে ডাউনলোড করবেন মাত্র তিন ক্লিক এ । এর জন্য কোন সফটওয়্যার এর দরকার নেই অনলাইনে কাজটি করতে পারবেন । এর জন্য আপনাকে প্রথমে এই সাইট এ যেতে হবে Facebook2Zip.com তারপর Login এ ক্লিক করুন । নীচের চিত্রের মত >
এরপর আপনাকে একটি App এ ক্লিক করতে বলবে তাতে ক্লিক করলে নীচের চিত্রের মত নাম লিখতে বলবে >
* উপরের সব ঠিকঠাক করে Next এ ক্লিক করলে নীচের চিত্রের মত আসবে। সেখানে আপনি Select all the albums এ ক্লিক করুন , তারপর ডাউনলোড এ ক্লিক করুন >
* আবার ডাউনলোড এ ক্লিক করুন , এবং ছবি গুল কোথাই সেভ করে রাখবেন তা সিলেক্ট করুন । নীচের চিত্রের মত >
ছবি অ্যালবম গুল ডাউনলোড হবে Zip ফাইল এ তাই Winrar বা 7zip আপনার পিসি তে ইন্সটল না থাকলে আপনি ফাইল গুল ওপেন করতে পারবেন ।আজকের মত এই পর্যন্ত ভাল থাকবেন , আগামী বছর যাতে আর ভাল ভাল পোস্ট আপনাদের কে উপহার দিতে পারি তার জন্য দোয়া করবেন । * আল্লা হাফেজ *
thanks bro share korar jonno ..nice post
Apnakew dhonno bad vai
ধন্যবাদ শেয়ার করার জন্য। অনেক সুন্দার হইছে, তবে আপনি পোষ্ট করার সময় খেয়াল রাখবেন 768 এর উপরে যদি আপনার ছবিটির পিক্সেল হয়, তাহলে আপনি ছবি আপলোড করার পরে যখন ইন্সাট আসবে তখন উপরে দেখবেন সাইজ নামে একটা অপশন আছে, সেটি থেকে আপনি চাইলে সাইজ নিজের মত দিতে পারবেন, তখন সেখান থেকে পিক্সেল কিছুটা কমিয়ে দিলে পিক্সার গুলো সম্পূর্ণ সাইটে শো করবে। ধন্যবাদ এতো কষ্ট করে শেয়ার করার জন্য। আপনার জন্য অধিকাংশ সময়ই একটু স্পাল ধন্যবাদ থাকে, বিশেষ করে পিক্সার গুলোতে এই সাইটের নাম লিখে দেয়ার জন।
বশার ভাই ধন্যবাদ । আমি একটুক লক্ষ করি নি আপনি বললেন বলে। আমি চেষ্টা করছি পোস্ট টি এডিট করে ঠিক করার ।
হুম
ধন্যবাদ ভাই ভাল পোস্ট ।
ব্যাপক !!!!
আচ্ছা যদি আমার ফ্রেন্ড তার ছবি গুলো অনলি-মি, অথবা কাস্টম করে রাখে যা দেখার আমার ও অধিকার নাই ্ওই ছবি গুলো সহ কি ডাউনলোড করা যাবে। উত্তর দিবেন।
dhonnobad apnake .ey kajta mozilla diye aro sundor vabe kora jay .tobe ektu jhamela holeo onno dike onek subidha ace.ey post onujayi sudhu friend er pic e dload kora jabe but mozillar system a any id,any page,any album dload kora jabe ,se khetre kono site a o jete hobena apnake
aro jante
http://www.youtube.com/watch?v=TmnyqL32rKM