আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো একটি এ্যাড নেটওয়ার্ক।
আমাদের অনেকের ব্লগ বা ওয়েব সাইট আছে। এই ব্লগ গুলোর সাধারণত আয় হয় বিভিন্ন ধরনের এ্যাড প্রচার এর মাধ্যমে। আপনারা সবাই জানেন যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ্যাড নেটওয়ার্ক হল গুগল অ্যাডসেন্স। কিন্তু সবাই জানে যে এই এ্যাড সাইট সকল ব্লগ বা ওয়েব সাইটকে এ্যড দেয় না। গুগল অ্যাডসেন্স পাওয়া খুবই কষ্টকর।গুগল অ্যাডসেন্স বাংলা ব্লগ গুলোকে কখনও এ্যাড দেয় না। তাই আজকে আমি আপনাদের সামনে গুগল অ্যাডসেন্স এর মতো একটি এ্যাড সাইট যেটির নাম adsoid এই সাইটের এ্যাড গুলো দেখতে গুগল অ্যাডসেন্স এর মতো। এই সাইটটি ইংরেজী এবং বাংলা ব্লগেও এ্যাড দেয়। অনেকের বাংলা ব্লগ আছে কিন্তু তারা গুগল অ্যাডসেন্স ব্যাবহার করতে পারে না। তাদের জন্য এই সাইটটি আমি শেয়ার করলাম।
এই সাইটের সকল কিছু ভালো। এমনকি আমি নিজেও এই অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করি।
এখন বলছি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং সকল কাজ করবেন।
১.নতুন অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন। Sign up
২.অ্যাকাউন্ট খুলার পর সাইন ইন করুন।
৩.তারপর add your site এ গিয়ে আপনার ব্লগ এর লিংক দিন। ২৪ ঘণ্টার মধ্যে তারা আপনার ব্লগটি ভেরিফাই করে দিবে। তারপর আপনি আবার সাইন ইন করে get ad code এ গিয়ে আপনার পছন্দ মতো এ্যাড এর সাইজ এর এ্যাড কোড টি কপি করে আপনার ব্লগে add করুন।
Go > layout>add a gadget >HTML/JavaScript
এবার আপনার সাইটে ভিজিট করে দেখুন গুগল অ্যাডসেন্স এর মতো এ্যাড আপনার ব্লগে দেখাচ্ছে।
আশা করি আমার এই পোষ্টটি আপনাদের উপকারে আসবে। ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন নতুন টিপস্ নিয়ে হাজির হবো।