- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০১] :: ব্লগ তৈরী
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০২] :: ড্যাশবোর্ড পরিচিতি
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৩] :: আপনার ব্লগে বৃষ্টির মতো ফুল ঝরুক
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৪] :: দারুন কিছু Scroll To top buttons
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৫] :: অসাধারণ কিছু mouse cursor
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৬] :: নিন কিছু অসধারন Numbered Page Navigation
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৭] :: যুক্ত করুন দারুন একটি ফেসবুক লাইক বক্স
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৮] :: যুক্ত করুন দারুন একটি Twitter Follow me বাটন
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-০৯] :: যুক্ত করে নিন facebook comment বক্স
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১০] :: পোস্ট করার নিয়ম
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১১] :: টেম্পলেট সেট করার নিয়ম
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১২] :: বিভাগ যুক্ত করার নিয়ম ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৩] :: যুক্ত করুন একটি সুন্দর NEXT এবং PREVIOUS বটন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৪] ::আপনার ব্লগার ব্লগের SCROLLING BAR পরিবর্তন করে একটি সুন্দর SCROLLING BAR যুক্ত করে নিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৫] :: আপনার ব্লগার ব্লগে HTML কোড পোস্ট করুন ভিন্ন স্টাইলে ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৬] :: আপনার ব্লগার ব্লগে কিভাব READ MORE অপশন যুক্ত করবেন দেখে নিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৭] :: আপনার ব্লগার ব্লগে যুক্ত করে নিন GOOGLE+ কমেন্ট বক্স ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৮] :: আপনার ব্লগার ব্লগের Favicon কিভাবে পরিবর্তন করবেন দেখেনিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-১৯] :: গুগলে আপনার ব্লগার ব্লগের Sitemap – সাইট ম্যাপ সাবমিট করুন । ( মেগা পোস্ট )
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২০] :: আপনার ব্লগে যুক্ত করে নিন একটি অসাধারন CSS Blockquote আর আপনার পোস্টকে করে তুলুন আর সুন্দর ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২১] :: দেখেনিন কিভাবে আপনার ব্লগার ব্লগের Background,Font Size & Font Family পরিবর্তন করবেন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২২] :: কিভাবে ব্লগ এডিট করবেন সঙ্গে ব্লগার ব্লগ এর নতুন টেমপ্লেট এডিটর ইন্টারফেস এর সাথে পরিচিত হয়েনিন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৩] :: ডাউনলোড করে নিন সুন্দর একটি ব্লগার টেম্পলেট ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৪] :: ফেসবুক Pop out লাইক ওয়েডগেট ব্লগার ব্লগ এর জন্য । দেখুন দারুন লাগবে ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৫] :: Animated android Bird শুধু মাত্র ব্লগার ব্লগে জন্য । নতুন স্টাইল ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৬] :: প্রতিটি পোস্ট এর নীচে অসাধারন একটি লেখক পরিচিতি বক্স যুক্ত করুন ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৭] :: ওয়ার্ডপ্রেস ব্লগকে ব্লগার ব্লগে কনভার্ট ( Convert ) করুন । A to Z টিউটোরিয়াল ।
- ব্লগার ব্লগ দিয়ে নিজের একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করুন [পর্ব-২৮] :: আপনার ব্লগের পোস্ট অন্য কেউ কপি করছে ! তাহলে আজি DMCA – Google এ রিপোর্ট করুন ।
আল্লার নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি ।আজকে আমারা শিক্ষবো কিভাবে ব্লগার ব্লগ দ্বারা নিজের একটি ব্লগ তৈরী করা যাই । তার আগে আসুন যেনে নিই ব্লগারের কিছু তথ্য , ব্লগারের জম্ন ১৯৯৯ সালের ২৩শে অগাস্ট ওয়েব আপ্লিকেশন তৈরির কোম্পানি পায়রা ল্যাব এর হাত ধরে।পরবর্তীতে জায়ান্ট সার্চ ইঞ্জিন গুগল পায়রা ল্যাব কিনে নেয় ২০০৪ সালের ০২রা মে তারিখে এবং তারা এর ডেভেলোপমেন্ট এর কাজ শুরু করে।ব্লগার এর হোস্টিং গুগলের নিজস্ব সার্ভারে হোস্টিং এবং এর সাবডোমেন ব্লগস্পট(blogspot) নামে পরিচিত। সে যাই হোক আসুন দেখি কি ভাবে এই ব্লগ তৈরী করার যাই ।
* ব্লগার ব্লগ তৈরী করতে প্রথমে দরকার একটি জিমেইল অ্যাকাউন্ট । আপনার যদি আগে থেকে জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে আর কোন কোথাই নাই আর যদি না থাকে তাহলে এখান থেকে একটি অ্যাকাউন্ট খুনে নিন ।
* এবার এখানে ক্লিক করুন থাহলে নীচের চিত্রের মতো একটি পেজ পাবেন ওখানে email এর জাইগাই আপনার gmail id দিন আর Password এর জাইগাই আপনার gamil এর password দিন ব্যাস এবার sign in এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
* এবার Welcome to Blogger নামে একটি পেজ ওপেন হবে ,সেখান থেকে Blogger Profile এ ক্লিক করুন । নীচের চিত্রের দেখুন ।
* উপরে Blogger Profile এ ক্লিক করলে Confirm Your Profile নামে একটি পেজ ওপেন হবে সেখানে Display Name এর জাইগাই একটি নাম দিন এই নাম টি ইছে করলে পরেও পরিবর্তন করতে পারনেন । এবার Continue to bloggar এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।
* এবার আপনার নাম blog নামে একটি পেজ ওপেন হবে সেখান english সিলেক্ট করা থাকবে আপনি চাইলে বাংলা সিলেক্ট করে নিতেপারেন এবার বাম পাশে new blog এ ক্লিক করুন নীচের চিত্রে দেখুন ।
* এবার blog list নামে একটি পেজ ওপেন হবে সেখানে Title এর যাইগাই আপনার পছন্দ মতো নাম দিন ।আর দ্বিতীয়টি হল আপনার ডোমেইন নাম। যার মাধ্যমে আপনার সাইটি সারা বিশ্বে উন্মোচিত হবে। এটি আপনার পছন্দ অনুযায়ী দিন আর হা খুব কঠিন নাম দিবেন না একটু সহজ নাম দিবেন যাতে করে সবাই বুজতে পারে । এবার নিচে থেকে আপনার পছন্দ মতো থিম সিলেক্ট করে নিন চাইলে পরেও করতে পারেন এবার Create blog এ ক্লিক করুন । ব্যাস আপনার ব্লগ তৈরী হয়ে গেল । নীচের চিত্রে দেখুন ।
* উপরের কাজ ঠিক ঠাক ভাবে করলে ঠিক নীচের মতো চিত্র আসবে । সেখানে View blog এ ক্লিক করে আপনার তৈরী করা ব্লগটি দেখে আসতে পারেন , স্টার্ট পোস্টিং এ ক্লিক করে আপনি পোস্ট শুরু করুন , new blog এ ক্লিক করে একি অ্যাকাউন্ট এ একাদিন ব্লগ তৈরী করতে পারেন । নীচের চিত্রে দেখুন ।
* এবার একি পেজ এর ডান পাশে Bloggar profile এ ক্লিক করে সেখানে আপনার প্রয়জন মতো সব ঠিক করে নিন , যেমন প্রোফাইল ফটো ইত্যাদি । নীচের চত্রের দেখুন ।
* ব্যাস আপনার ব্লগ তৈরী করা সম্পূর্ণ হল । এই পর্যন্ত আপনাদের কোন অসুবিধা হলে আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি হেল্প করার চেষ্টা করবো । আর আমার এই পোস্টে কোন রকম ভুল হলে আমাকে ক্ষমা করবেন , কারম আমিও আপনাদের মতো সাধারণ মানুষ , আমিও যে এই সম্পর্কে খুব ভাল জানি তানা খুব কষ্ট ঘেঁটে ঘেঁটে শিখেছি , তাই ভুল হওয়াটাই স্বাভাবিক তাই ভুল হলে ক্ষমার চোখে দেখবেন । আজকের মতো এই পর্যন্ত ।
* আল্লা হাফেজ*
অনেক সুন্দর হইছে । আশা করি আমরা যারা নতুন তাদের খুব উপকার হবে ।
All is nothing……….
thanks