আল্লার নাম নিয়ে আজকের পোস্ট শুরু করছি । আশাকরি আপনারা সবাই ভাল আছেন আপনাদের দোয়াতে আমিও খুব ভাল আছি । সে যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ব্লগার ব্লগ থেকে “Subscribe to: Posts(Atom)” এই লিখা টিকে খুব সহজে মুছে ফেলবেন । তো চলুন কাজটা করা কাজ , কাজটি করার জন্য কষ্ট করে একটু নিচে যান ।
১) আপনার ব্লগার ব্লগ log on করুন তারপর ড্যাশবোর্ড থেকে Edit HTML এ ক্লিক করে , তারপর Expand Widget Templates এখনে ফাকা ঘরে ঠিক দিন । নীচের চিত্র দেখুন ।
২) এবার <b:include name=’feedLinks’/> কোডটি খুজে বের করুন খুজার জন্য Ctrl +f বটন প্রেস করুন তারপর দেখবেন কোড টি দেখতে ঠিক এই রকম থাকবে <b:include name=’feedLinks’/> এবার কোড টিকে মুছে ফেলুন , ব্যাস এবার Save করে নিন । এবার আপনার ব্লগা গিয়ে দেখুন আর লিখাটি নেই ।
* পূর্বে প্রকাশিত এখানে
* আশাকরি কজাটি করতে আপনাদের কোন অসুবিধা হবে না , আর যদি কোন অসুবিধা হয় আমাকে জানাবেন । আজকের মতো এই পর্যন্ত ভাল থাকবেন ।
আল্লা হাফেজ
হুম অসাধারন, ধন্যবাদ, আর আপনি ১০ পর্ব থেকে শুরু করলেন কেন? ১ম পর্ব থেকে শুরু করুন।
karon ami ager gulo te porbo set kore diya chi to tai