আসুন HTML শিখি (পর্ব-১১)
রাজীব সাহা | ২,৬৮২ বার পঠিত | ডিসেম্বর ২৪, ২০১২ | এইচ টি এম এল,বাংলা টিউটোরিয়াল | ২ | ৯:৩৭ AM |
- আসুন HTML শিখি (পর্ব-১)
- আসুন HTML শিখি (পর্ব-২)
- আসুন HTML শিখি (পর্ব-৩)
- আসুন HTML শিখি (পর্ব-৪)
- আসুন HTML শিখি (পর্ব-৫)
- আসুন HTML শিখি (পর্ব-৬)
- আসুন HTML শিখি (পর্ব-৭)
- আসুন HTML শিখি (পর্ব-৮)
- আসুন HTML শিখি (পর্ব-৯)
- আসুন HTML শিখি (পর্ব-১০)
- আসুন HTML শিখি (পর্ব-১১)
- আসুন HTML শিখি (পর্ব-১২)
- আসুন HTML শিখি (পর্ব-১৩)
- আসুন HTML শিখি (পর্ব-১৪)
- আসুন HTML শিখি (পর্ব-১৫)
- আসুন HTML শিখি (পর্ব-১৬)
- আসুন HTML শিখি (পর্ব-১৭)
- আসুন HTML শিখি (শেষ পর্ব )
আসালামু আলাইকুম /নমস্কার । কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। আমি ভাল । গত পর্বে আমরা টেবিল নিয়ে আলোচনা করেছি । আজকে আমরা List নিয়ে আলোচনা করব ।
HTML List:
HTML List শিখতে গেলে প্রথমেই আমাদের মনে যে প্রশ্নগুলো এসে যায় তা প্রশ্নের সাথে উত্তরসহ নিম্নরূপ:
HTML List কত প্রকার?
উত্তর: HTML List সাধারণত দুই ধরণের হয়ে থাকে। যথা:

- Ordered List
- Unordered List
তাহলে আমাদের জানা দরকার Ordered List কি এবং Unordered List কি?
Ordered List:
যেকোন নাম্বার বা character যুক্ত লিস্টকে Ordered List বলা হয়। Ordered List <ol> ট্যাগ দিয়ে শুরু হয়।
Unordered List:
যেকোন সিম্বল যুক্ত লিস্টকে Unordered List বলা হয়। Unordered List <ul> ট্যাগ দিয়ে শুর হয়।
HTML List কেন ব্যবহার করা হয়?
উত্তর: HTML List ব্যবহার করা হয় লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য। তাছাড়া নাম্বারিং করতেও অনেক কাজে আসে ।
HTML List কিভাবে লেখা হয়?
আমি আগেই বলেছি এইচটিএমএল লিস্ট ২ ধরনের হয় । প্রথমে Ordered list নিয়ে বলি ।
Ordered list:-
ordered list শুরু হয় <ol> ট্যাগ দিয়ে শেষ হয় </ol> ট্যাগ দিয়ে ।এর দুটি Attribute আছে , type আর start এই দুটি ।type Attribute-এর মান a,A,i,I,1 এই পাঁচটি হতে পারে ।start Attribute-এর মান type Attribute-এর উপর নির্ভর করে ।যদি type Attribute-এর মান a বা A হয় তবে start Attribute-এর মান a থেকে z পর্যন্ত যে কোন অক্ষর বা 1 থেকে 26 পর্যন্ত যে কোন পূর্ন গানিতিক সংখ্যা হতে পারে ।যদি type Attribute-এর মান i,I বা 1 হয় তবে start Attribute-এর মান যে কোন পূর্ন গানিতিক সংখ্যা হতে পারে ।
এর গঠন নিচের কাঠামোর মত হয় ।
<html>
<body>
<ol type=”1″ start=”1″>
<h3>Number Type list </h3>
<li>Html</li>
<li>Css</li>
<li>Php</li>
<li>Mysql </li>
</ol>
</body>
</html>
এটা নোটপ্যাড++ এ লিখে aa.html দিয়ে সেভ করুন । এটাকে ওপেন করলে নিছের ছবির মত আসবে ।
Unordered List:-
unordered list শুরু হয় <ul> ট্যাগ দিয়ে শেষ হয় </ul> ট্যাগ দিয়ে ।এর শুধু type Attribute আছে , type Attribute-এর মান square,circle বা dics ইত্যাদি হয়ে থাকে । এর গঠন নিচের কোড এর মত হয় ।
<html>
<body>
<h4>Disc Type list</h4>
<ul type=”disc”>
<li>Home</li>
<li>About Us</li>
<li>Contact Us</li>
</ul>
<h4>Circle Type list</h4>
<ul type=”circle”>
<li>HTML</li>
<li>CSS</li>
<li>PHP</li>
</ul><h4>Square Type list</h4>
<ul type=”square”>
<li>Pragaph</li>
<li>Table</li>
<li>List</li>
</ul>
</body>
</html>
এটা নোটপ্যাড++ এ লিখে aaa.html দিয়ে সেভ করুন । এটাকে ওপেন করলে নিছের ছবির মত আসবে ।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ
