আসুন HTML শিখি (পর্ব-৪)
রাজীব সাহা | ৩,৫১৭ বার পঠিত | নভেম্বর ১১, ২০১২ | এইচ টি এম এল,বাংলা টিউটোরিয়াল | ৪ | ৫:৫৯ PM |
- আসুন HTML শিখি (পর্ব-১)
- আসুন HTML শিখি (পর্ব-২)
- আসুন HTML শিখি (পর্ব-৩)
- আসুন HTML শিখি (পর্ব-৪)
- আসুন HTML শিখি (পর্ব-৫)
- আসুন HTML শিখি (পর্ব-৬)
- আসুন HTML শিখি (পর্ব-৭)
- আসুন HTML শিখি (পর্ব-৮)
- আসুন HTML শিখি (পর্ব-৯)
- আসুন HTML শিখি (পর্ব-১০)
- আসুন HTML শিখি (পর্ব-১১)
- আসুন HTML শিখি (পর্ব-১২)
- আসুন HTML শিখি (পর্ব-১৩)
- আসুন HTML শিখি (পর্ব-১৪)
- আসুন HTML শিখি (পর্ব-১৫)
- আসুন HTML শিখি (পর্ব-১৬)
- আসুন HTML শিখি (পর্ব-১৭)
- আসুন HTML শিখি (শেষ পর্ব )
আসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর আমি আপনাদের কাছে পর্ব →৪ নিয়ে হাজির হলাম । আসলে আমি একটু Busy ছিলাম তাই tune লিখতে পারি নাই । আজ আমি আপনাদের html ট্যাগ code নিয়ে আলোচনা করব ।
গত তিনটি পর্ব যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন।
পর্ব ১ →এখানে পর্ব ২ →এখানে পর্ব ৩ →এখানে
আমি আগেই বলে নেই আমি অতো ভাল কিন্তু জানি না । যতটুক জানি শেয়ার করছি । কোন ভুল হলে ধরিয়ে দিবেন । গত পর্বে এবং তার আগের পর্বে আমরা দুটো ট্যাগ শিকছি । ট্যাগ দুটি হল <br> এবং <P> ট্যাগ । এ দুটি ছাড়াও এইচটিএমএল এ আরও অনেক ট্যাগ আছে । এই গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব । চলুন শুরু করি ।
নিচের code গুলি Notepad বা notepad++ এ লিখেন । Notepad++ না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন ।

আপনারা যদি দেখে দেখে লিখতে porblem হয় তার জন্য আমি নিচে সবগুলি ট্যাগ code কে দিয়ে দিলাম । আপনি সবগুলো code কপি ( ctrl+c) তারপর একটা notepad open করেন এবং notepad এ paste করেন । তা হলে আপনি সব code পাবেন । ( দেখে দেখে লিখলে ভাল হয় । তাড়াতাড়ি শিখেতে পারবেন । )
[ নিচের সবটুক ট্যাগ এর code কপি করে paste করেন ]
<html>
<head>
<title>
We love pchelpcenterbd.com
</title>
</head>
<body>
<b>we love pchelpcenterbd.com</b><br>
<i> we love pchelpcenterbd.com</i><br>
<blink> we love pchelpcenterbd.com</blink><br>
<em> we love pchelpcenterbd.com</em><br>
<strong> we love pchelpcenterbd.com</strong><br>
<strike> we love pchelpcenterbd.com</strike><br>
<u> we love pchelpcenterbd.com</u><br>
<big> we love pchelpcenterbd.com</big><br>
<small> we love pchelpcenterbd.com</small><br>
<tt> we love pchelpcenterbd.com</tt><br>
This is water H<sub>2</sub>O <br>
This is mathematical term A<sup>2</sup>+B<sup>2</sup>
</body>
</html>
ট্যাগগুলির বিবরণ নিচে দেখে নিন :
bold ট্যাগঃ
এই ট্যাগ ব্যাবহার করলে আপনার লাইন এর অক্ষরগুলো গাঢ় দেখাবে।এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <b>……………………………….</b>
italic ট্যাগঃ
এই ট্যাগ ব্যাবহার করলে লাইন এর অক্ষরগুলো একটু বাকা দেখাবে।এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <i>…………………………..</i>
blink ট্যাগঃ
এই ট্যাগ ব্যাবহার করলে আপনার লাইন এর অক্ষরগুলো জলা-নেভা করবে।এই ট্যাগ ব্যাবহার করার নিয়ম হচ্ছে <blink>………………..</blink>
emphasis ট্যাগঃ
ধরুন আপনি একটা লাইন এর অক্ষরগুলো ইতালিক বাকা অক্ষরে লিখবেন,কিন্তু গাঢ় তখন আপনাকে emphasis ট্যাগ ব্যাবহার করতে হবে।এই ট্যাগ ব্যাবহার করার নিয়ম হচ্ছে <em>…………………</em>
strong ট্যাগঃ
অনেকে একটা লাইন এর অক্ষরগুলো গাঢ় করার জন্য bolt ট্যাগ এর বদলে strong ট্যাগ ব্যাবহার করে।এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <strong>……………………</strong>
underline ট্যাগঃ
এই ট্যাগ ব্যাবহার করে কোন লেখার নিচে দাগ দেওয়া হয়।এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <u>………………..</u>
strike ট্যাগঃ
এই ট্যাগ এর ব্যাবহার underline ট্যাগ এর মত।লেখার নিচে দাগ দেওয়ার জন্য এই ট্যাগ ব্যাবহার করা হয়।এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <strike>………………</strike>
big ট্যাগঃ
এই ট্যাগ ব্যাবহার করলে লাইনটির অক্ষরগুলো বড় দেখাবে। এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <big>……………………..</big>
small ট্যাগঃ
এই ট্যাগ ব্যাবহার করলে একটা লাইন এর অক্ষরগুলো ছোট দেখায়। এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <small>……………..</small>
type writer ট্যাগঃ
এই ট্যাগ ব্যাবহার করলে ওই লাইন এর অক্ষরগুলো আগেরকার আমলের টাইপ রাইটার মেশিন এর অক্ষরের মত দেখাবে। এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <tt>………………..</tt>
subscript ট্যাগঃ
একটি লাইন এর কোন অক্ষরকে বা কোন অংশকে একঘর নিচে নামানোর দরকার হয় তখন এই ট্যাগ ব্যাবহার করা হয়। এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <sub>………………</sub>
superscript ট্যাগঃ
একটি লাইন এর কোন অক্ষরকে বা কোন অংশকে একঘর উপরে উঠানোর দরকার হয় তখন এই ট্যাগ ব্যাবহার করা হয়। এই ট্যাগ এর নিয়ম হচ্ছে <sup>………….</sup>
এবার আগের নিয়ম অনুসারে notepad এর file থেকে save as এ ক্লিক করে aaa.html নামে সেভ করুন ।
তারপর এটিকে open করুন । দেখুন নিচের ছবির মত আসছে ।
শখের বসে একটা blog তৈরি করেছি । সময় থাকলে আমার ব্লগ থেকে ঘুরে আসবেন ।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
আগামী পর্বে আবার দেখা হবে । আশাকরি খুব তাড়াতাড়ি দেখা হবে ।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
Thanks vi lektay thakun.
আপনারা সাথে থাকলে আমি চালিয়ে যেতে পারব । আমার জন্য দোয়া করবেন ।
ধন্যবাদ বাশার ভাই comment করার জন্য ।
হুম অসাধারন সাথে অবশ্যই আছি, চালিয়ে যান। 😀
ধন্যবাদ ভাই ।