আসসালামু আলাইকুম। কেমন আছেন?
আশা করি ভাল আছেন।। আজকে আমি দেখাবো কিভাবে আপনার Android এ unlimited ইনকাম করবেন এবং Clash of Clans এ কিনবেন।

প্রথমে বুঝিয়ে এখানে আমররা clash of clans কে হ্যাক করবো নাহ। হ্যাক করবো একটি এপ কে। হয়ায়াক করার মাধ্যমে আমরা আপরিসীম ভাবে ইনকাম করতে পারবো। তো আখন পেচআল না পেরে কাজে আসিসি। এপস টি ডাউনলোড করুন

Google Play এ গিয়ে ডাউনলোড
করুন

ডাউনলোড করে কিভাবে চালাবেন এপস টিঃ-

1। W H A F F  এপস টি ওপেন করুন

2। তারপর আপনাকে ফেসবুক আইডি দিয়ে লগিন করবেন।

3। আপনি আপনার facebook account এ যে ভাবে
login করেন সেই ভাবে fb username আর
password দিয়ে log in করুন।

6। তারপর যে page আসবে সেখানে ok button
চাপুন

6। তারপর Inter your invitation code লেখা থাকবে
খালিঘরে DF76520 লিখে OK ক্লিক করুন

9। তারপর এই এপস টির মধ্যে অনেক এপস
দেওয়া আছে সেই এপস গোলো ডাউনলোড
করলে আপনার একাউন্ট এ টাকা জমা হবে।

8। যেভাবে app টি হ্যাক করে Unlimited income করবেন → 1ম -> google play store এ যান
তারপর সারচ দিন -> VyprVPN or HOLA
ডাউনলোড করুন। এপটি অপেন করে দেখবেন অনেক ধরনের দেশ select করা যায়। এইগুলা দেশ ব্যবহার করলে আপনার কাজ কখনো শেষ হবে নাহ। বাকি টুকু আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

বি: দ্র: DF76520 এই code না লিখলে আপনি $
পাবেন না। তাই সাবধনতার সহিত invitation code
DF76520 লেখুন। এর ফলে আপনি ০.২০$ এক্সট্রা পাবেন

তো হ্যাক ইনকাম করতে থাকুন। ১০$ হলে আপনি payout করতে পারবেন।। আশা করি ২-৩ দিন এর বেশি লাগবে নাহ।

যারা clash of clans দিয়ে জেমস নিতে চান না তারা paypal এ payout করবেন।

এখন আসি কিভাবে clash of clans ফ্রী জেমস নিবেন!!
১০$ income করার পর আপনি payout option এ যাবেন। তারপর Google play gift card এ ক্লিক করবেন। আপনার email এ Google play এর 10$ এর card টি চলে আসবে।

এখন clash of clans এ ঢুকতে হবে। তারপর আপনি আপনার পছন্দমত যত জেমস কিনতে চান ওইটাতে চাপ দিন। Payment option এ Redeem এ ক্লিক করুন। আপনার email এ দেয়া code টি দিন। ব্যাস!! আপনার কাজ শেষ। আগামীতে এর একটি video tutorial বানিয়ে share করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Payout screenshot :

ভালো থাকবেন।

Watch my GEMS :

 

CLAN  : Bangladesh ’69

এখন আমার ৭০০০ জেমস রয়েছে এবং আমি archr queen  শুধু জেম দিয়ে উপগ্রেড করে ৫ করেছি

কোন কিছু জানার থাকলে দয়া করে comment করবেন 🙂