ফটোশপে বাংলাদেশের পতাকা তৈরি। নতুনদের জন্য হাতে খড়ি।
Tutul | ১,১৭০ বার পঠিত | জুলাই ২৬, ২০১৭ | গ্রাফিক্স ডিজাইন,ফটোশপ | No | ২:৩৫ AM |
আসসালামুআলাইকুম
আপনারা সবাই কেমন আছেন, নিশ্চইয় ভালো।

আপনি কি ফটোশপ শিখবেন ভাবছেন। তাহলে এটি টিউটোরিয়ালটি আপনার জন্য খুবই কাজে দেবে। কেননা এখানে আমি খুব সহয এবং বেসিক একটি কাজ দেখিয়েছি। তার সাথে আপনার যেন বুঝতে অসুবিধা না হয়, তার জন্য একেবারে ছোট খাট বিষয় গুলোও তুলে ধরেছি। কাজটি হচ্ছে বাংলাদেশের পতাকা তৈরি করা। আমি যে দিন প্রথম ফটোশপ শুরু করে ছিলাম, সেদিন আমি আমাদের পতাকা তৈরি করা শিখেছিলাম। তাহলে চলুন শুরু করি।
আপানার যা প্রযোজন হবে।
১)একটি Photoshop Software (আপডেট হলে ভাল হয়।)
এটি Photoshop এর কাজ, তাই এটা বিস্তারিত লিখা আনেক কঠিন এবং আপনাদের বুঝে ওঠা কঠিন হবে। তাই এটি ভিডিও আকারে দিলাম। নিচের ভিডিওটি দেখুন আশাকরি আপনারা সবাই পারবেন।
আপনাদের কোন বুঝতে আসুবিধে হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনার সমস্যা সমাধান করতে সদা প্রস্তুত। তার সাথে আপনার মতামত এবং আপনি কি ধরনের টিউটোরিয়াল চান সে বিষয় Comment করুন, অবশ্যই আমি সেই বিষয়ে টিউটোরিয়াল করব। পরিশেষে বলতে চাই, আপনি নিজে শিখুন, আর আপনার বন্ধুও শেখার জন্য শেয়ার করুন।
বিদায় নিচ্ছি ভাল থাকবেন।
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
১,১৭০ বার পঠিত | জুলাই ২৬, ২০১৭ | ২:৩৫ AM