যেকোন ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করুন সহজেই, বাংলা টু ইংরেজী, ইংরেজী টু বাংলা অন্যান্ন (ইংরেজী লেটারকে বাংলায় চিঠি করে পড়ুন) (google translator)
মোঃ আবুল বাশার | ১২,৩৩৭ বার পঠিত | জুলাই ২৭, ২০১২ | গুগল | No | ৮:৫১ AM |
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশাকরি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেস রহমতে ভাল আছি।

আজ বেশি করা বলব না, আপনাদের সময় নষ্ট করব না, তাহলে আমার লেখার কষ্ট থেকে ও আমি কিছুটা মুক্তি পাব। আমরা অনেক সময় ইংরেজী টু বাংলা এবং বাংলা টু ইংরেজী ডিকশোনারি খুঁজে বেরাই, কিন্তু তাতে দেখা যায়, শুদু একটা শব্দ তা দিয়ে অর্থ জানা যায়, কিন্তু আজ যা আপনাদের সাথে শেয়ার করব তা হলে আপনি পুরো একটি দরখস্ত বা অনেক বড় একটি লেখা ইংরেজীতে লিখে এখানে ছেড়ে দিবেনে তাহলে মুহূর্তেই মাত্র কয়েক সেকেন্টর মধ্যে সম্পূর্ণ বাংলা করে দিবে, আবার ইংরেজীতে আপনি র্দূরবল?? তবে বাংলায় আপনার সম্পূর্ণ লেখাটি লিখে এখানে দিন দেখুন মাত্র কয়েক সেকেন্ট এ মধ্যে আপনাকে সম্পূর্ণ ইংরেজী করে দিবে, এর এটা শুদ ইংরেজী বাংলা এর জন্য নয় আপনি যে কোন দেশের ভাষার সাথে যে কোন দেশের ভাষা কনর্ভান করতে পারবেন, তাহলে দেখুন পদ্ধতি প্রথমে
ক্লিক করুন,
এর পরে নিচের ছবিটি দেখুন
এবার ছবির সাথে মিলিয়ে কাজ করুন,
- এখানে সিলেক্ট করুন আপনি যে ভাষা থেকে অন্য ভাষায় যেতে চান, যেমন: আপনি ইংরেজী লেখা থেকে বাংলা লেখা পেতে চান, তাই এখানে ইংরেজী সিলেক্ট করুন।
- এখানে যেটা সিলেক্ট করবেন তা হল, আপনি যদি ইংরেজী লেখা থেকে বাংলা আসতে চান তবে প্রথমেতো আপনি ইংরেজী সিলেক্ট করে ছিলেন, এবং বাংলা পাওয়ার জন্য এখানে বাংলা ভাষা সিলেক্ট করুন।
- এবার আপনার লেখাটি এখানে দিন।
- এবার একটু অপেক্ষা করুন, আপনার লেখার ইংরেজী অথবা বাংলা translator হয়ে চলে আসবে।
বি: দ্র: এখানে সব উত্তর পাওয়া যাবে, কিন্তু মাঝে মাঝে যদি বড় কোন লেটার দেন, তবে তার কিছু কিছু যায়গায় অর্থ ভুল থাকতে পারে, তাই কোন যায়গায় দেয়ার আগে আপনি একবার চেক করবেন।
ভাল লাগলে কমন্টে জানাতে ভুলবে না…
ভুলে ভরা জীবনে ভুল হওয়াটা অসম্ভব কিছু নয়,যদি আমার লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আপনার কম্পিউটার সমস্যা সমাধানে আমরা আছি ফেইজবুকে: পিসি হেল্প সেন্টার
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
১২,৩৩৭ বার পঠিত | জুলাই ২৭, ২০১২ | ৮:৫১ AM