পোস্টটি শুধুমাত্র তাদের জন্য যারা CPA Marketing বা Affiliate Marketing করতে চাচ্ছেন কিন্তু প্রয়োজনীয় গাইডলাইনের অভাবে করতে পারছেন না অথবা যারা প্রতিনিয়ত বেকারত্বের কষাঘাতে জর্জরিত হচ্ছেন তাদের জন্য। যেহেতু আমি নিজে Earning করছি এবং প্রতি সপ্তাহেই পেমেন্ট পাচ্ছি সে হিসেবে প্রয়োজনীয় সকল সাপোর্ট আমার কাছে থেকে পাবেন। মূল কাজঃCPA Green affiliate offer link এর মাধ্যমে Targeted Traffic দের কাছ থেকে Email submit এর মাধ্যমে Traffic Generate করতে হবে। প্রতি Email submit এর জন্য দেওয়া হবে 0.50$। কাজ শিখতে লাগবে ৩০ মিনিট। প্রতিদিন ৩-৪ ঘন্টা কাজ করে খুব সহজেই এই Marketplace থেকে আপনি 5 থেকে 10 ডলার Earn করতে পারবেন। অন্যান্য marketplace এর মত এখান থেকে Earn করাটা অতটা কঠিন নয়। অবশ্যই ৩ থেকে ৪ ঘন্টা কাজ করার মানষিকতা থাকতে হবে।

CPA GREEN একটি সিপিএ/এফিলিয়েট নেটওয়ার্ক। এ কোম্পানি শুধু মাত্র মেইক মানি নিস নিয়ে কাজ করে।
তারা মেইক মানি নিসের লিড কালেক্ট করে।

শুধু মাত্র আপনার সিপিএ লিংকের মাধ্যমে কেউ signup করলেই লিড তৈরি হবে,

প্রতি লিড কমিশন =.৫$

এভাবে আনলিমিটেড লিড কালেক্ট করতে পারবেন।

বর্তমানে যে সব কান্ট্রি র লিড কাউন্ট হয়?
১>> বাংলাদেশ
২>> মালয়েশিয়া
৩>> কানাডা
৪>> আমেরিকা
৫>> ইংল্যান্ড
৬>> আয়ারল্যান্ড
৭>> অস্ট্রেলিয়া

পরবর্তীতে আরো কান্ট্রি বাড়বে।

পেমেন্ট : weekly

পেমেন্ট মেথড :

=>> বিকাশ এন্ড পেপ্যাল।

কাজ করতে হলে যা লাগবে?

=>>কাজ করতে হলে আপনাকে ডোমেইন +হোস্টিং থাকতে হবে, বিকজ সিপিএ লিংক প্রমোট করতে ল্যান্ডিং পেজ লাগবেই।

আপনার এই ওয়েবসাইট এর ডোমেইন হোস্টিং বাবদ কিছু ইনভেস্ট হবে। আপনি free ডোমেইন নিয়ে কাজ করতে পারবেন আপনাকে শুধু হোস্টিং বাবদ কিছু ইনভেস্ট হবে। ঈদের জন্য  ৩০% ছাড় দিচ্ছে

Before price:3509Tk
Now discount price:2456Tk

কাজ করার জন্য কি কি লাগবে?

=>>শুধু মাত্র কম্পিউটার ব্যবহার করতে পারলেই আপনি কাজ স্টার্ট করতে পারবেন
=>>>> ইচ্ছা শক্তি থাকতে হবে.
=>>>> মিনিমাম ৪ ঘন্টা কাজ করতে হবে তাহলে আপনি ভালো ফিড ব্যাক পাবেন।

কিভাবে কাজ শিখবেন?

আমি সকল সাপর্ট দিবো যার জন্য আমাকে আপনাকে ১ টাকা ও পেইড করতে হবে না. আপনি যদি কিছুই না পারে থাকেন শুধু কম্পিউটার ব্যবহার করতে পারলেই ইনকাম করতে পারবেন আমার থেকে কাজ শিখে।

যার এখনও CPA GREEN sign up করেননি তারা এখান থেকে JOIN HERE

সাইন আপ করার নিয়ম-

১. উপরের link এ click করলে অন্য একটা window তে নিয়ে যাবে সেখানে JOIN NOW তে CLICK করতে হবে

২. তারপর আপনার নাম ও জিমেইল দিয়ে Create my free account এ Click করুন

৩.তারপর আপনার gmail এ একটা mail যাবে Cpagreen & click on “ACTIVE YOUR CPA-Green ACCOUNT”  CLICK করে একটিভ করতে হবে

৪. তারপর অন্য একটা window তে নিয়ে যাবে সেখানে আপনার MAIL দিবেন এবং যেকোন একটা password set করবেন

৫. তারপর Login হলে আপনি dashboard দেখতে পাবেন এবং সেখান আতেক option আছে সেগুলা একটু দেখতে হবে

  1. সেখানে অনেক ভিডিও আছে কিভাবে কাজ করতে হবে সেগুলা দেখলে আপনি সব বুঝতে পারবেন
  2. পুনরায় Login করতে হলে এখান থেক LOGIN করুন

যারা একবার account করেছেন তাদের আর করার দরকার নেই

আপনার যেকোনো ধরনের পসিটিভ নেগেটিভ প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ সব উত্তর আমি দিবো।

ফেসবুকে আমি skype – shuvenker99

চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন – 01721427550