পটুয়াখালীতে আগামী ১২ জানুয়ারি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বিষয়ক উন্মুক্ত সেমিনার
মোঃ আবুল বাশার | ৮৮৪ বার পঠিত | জানুয়ারী ৪, ২০১৮ | ফ্রীল্যান্সিং | No | ১২:০৯ AM |
পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে ইচ্ছুক সকলের জন্য আগামী ১২ জানুয়ারী, ২০১৮ ইং শুক্রবার “ডিজিটাল আইটি ইনষ্টিটিউট” এর উদ্যোগে ১ম লেন, যুব সংসদ সড়ক, টাউন কালিকাপুর এ সকাল ১০.০০ ঘটিকা হতে “ফ্রি” এবং সকলের জন্য উন্মুক্ত এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে ফ্রিল্যান্সিং সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রজেক্টরে প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করা হবে৷ সেমিনারে আলোচনায় বিষয় হিসেবে থাকবে
১) ফ্রিল্যান্সিং কি?

২) কিভাবে করতে হয়?
৩) ফ্রিল্যান্সিংয়ে কোন কাজের ভবিষ্যত কেমন হতে পারে?
৪) কিছু নির্দিষ্ট কাজের সংক্ষিপ্ত বিবরনসহ ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের বিভিন্ন দিক৷
ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে ডেভেলপ করতে উক্ত সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকবৃন্দ আশাবাদী৷
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
৮৮৪ বার পঠিত | জানুয়ারী ৪, ২০১৮ | ১২:০৯ AM