আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে আমি যে ব্যাপারে  আলোচনা করবো সেটি হলো বাংলাদেশী ফাইল আপলোড সাইট থেকে ইনকাম। এবার মূল কথায় আসি। আমরা অনেক এ হইত জানি যে ফাইল আপলোড করে টাকা ইনকাম করা যায়। আজ আমি আপনাদের সেই রকম একটি বাংলাদেশী সাইটের সাথে পরিচয় করিয়ে দেব । যার নাম বিডি আপলোড ডট নেট।এখানে আপনি যে ফাইলটি আপলোড করবেন এবং সেটি যত বেশী ডাউনলোড হবে আপনার ইনকামও তত বেশী হবে।
তাই আপনাকে প্রথমে ফাইল আপলোড করতে হবে এবং  ফাইল এর লিংক আপনার বন্ধুদের  অথবা অপনার সাইটে অথবা বিভিন্ন ভাবে  শেয়ার করতে হবে।যাতে বেশী ডাউনলোড হয় ।
এই সাইটে নিবন্ধন করার নিয়ম:-
১. প্রথমে এই সাইটে রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন – Sign Up
এর পর  রেজিস্ট্রেশন ফর্ম আসবে সেটা নিজের মত পূরণ করুন। তার পর submit এ ক্লিক করুন ।
 হুম এইবার আপনার  কাজ শেষ এখন লগইন করুন আর  ফাইল আপলোড করা শুরু করুন আর  ফাইল আপলোড করা লিংক শেয়ার করুন আপনের ইচ্ছা মত।
ফ্রি একাউন্ট এ আপনি ৫০০ জিবি পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন।
 আপনি চাইলে একাউন্ট আপগ্রেড করতে পারবেন ।
নিচে দেখুন প্রিমিয়াম একাউন্ট এর ছবি কত দিনে কত খরচ লাগবে।
আর আপনি চাইলে আপনের একাউন্ট এর টাকা
 বিকাশ অথবা ডাচ বাংলা মোবাইল ব্যাকিং এ নিতে পারবেন
এ জন্য my account এ যান তার পর Configuration এ যান এবং আপনার পেমেন্ট তথ্য সাবমিট করুন।
সাবাই ভাল থাকবেন আজ  আসি ।আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে ।
প্রথম প্রকাশ আমার সাইটে : এখানে ক্লিক করুন  প্লিজ পোস্টটি ভাল লাগলে আমার সাইটটা ঘুরে আসবেন ।