সবাই ক্যামন আছেন আশাকরি সবাই খুব ভাল আছেন। আমি আজ আপনাদের জন্য একটি মজার জিনিস পোস্ট করব, আশাকরি সবাই বন্ধুদের সঙ্গে facebook chat করেন । কেমন হয় যদি chat করার সমায় আপনি আপনার মনের মতো ফটো এবং বিভিন্ন ইস্টাইলে লিখা chat করতে পারেন, এর জন্য কোন সফটওয়্যার লাগবে না এটি online এ করতে হবে। আর বেশি কিছু বলবনা নীচের চিত্রে দেখুন সব বুজতে পারবেন।
উপরের চিত্রের মতো Facebook Smiley Chat Codes এ ক্লিক করুন ,এবার Choose File এ ক্লিক করে আপনার পিসি থেকে আপনার পছেন্দের ফটো সিলেক্ট করে Upload Now এ ক্লিক করুন । Upload হতে কিছু খন সময় লাগবে , এবার নীচের চিত্র দেখুন ।
এবার এইরকম কোড আসবে , কোড গুলি কপি করে চাট বক্সে পেস্ট করুন তারপর মজা দেখুন ।
এছাড়াও Facebook Chat Text Generator এ ক্লিক করে আপনি বিভিন্ন ইস্টাইলে লিখে চ্যাট করতে পারবেন। এছাড়া আনেক কিছু আছে আপনারা একটু ঘাটাঘাটি করুন সব বুজতে পারবেন ।
এই ধরনের পোস্ট যদি কেউ এই ব্লগে এর আগে করে থাকেন তাহলে আমাকে ক্ষমার চোখে দেখবেন।আর আমার এই পোস্ট যদি আপনাদের একটু ও কাজে লাগে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু। s
সাইট লিঙ্ক > http://www.smileyti.com , www.smileyti.me
দুরুন হইছে, তবে পরে টেষ্ট করে দেখব কাজ হয় কিনা।
100% হবে