কিছুদিন আগে ফেসবুকে নতুন একটি ম্যালওয়্যার বেশ ছড়িয়েছিল, চ্যাটবক্সে বন্ধুর কাছ থেকে একটি ইমেজ আসতো যা দেখতে এমন-

38_n

ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ফটো ফাইলটি jpg/jpeg/png অর্থাৎ কমন ইমেজ ফরমেটে নেই, svg (Scalable Vector Graphics) ফরমেটে আছে। এই যে ম্যালওয়্যারটি ছড়িয়েছে এটির নাম লকি র‍্যানসমওয়্যার (Locky Ransomware)। এই এক্সএমএল বেসড ভেক্টর ইমেজ ফরমেটে যে কোন কনটেন্ট জাভাস্ক্রিপ্ট, সি++ ইত্যাদি এম্বেড করে দেওয়া যায়। শুধুমাত্র শেখার জন্য আমি লকি র‍্যানসমওয়্যারের কোড শেয়ার করছি। কেউ খারাপ কাজে ব্যবহার করলে আমি দায়ী নই- https://ghostbin.com/paste/so3o7
আপনি ইনবক্সের ওই ইমেজে ক্লিক করলে আপনার ব্রাউজারে নতুন একটি ওয়েবসাইট ওপেন হবে এবং আপনাকে একটি এক্সটেনশন বা প্লাগিন ইন্সটল করতে বলবে ছবি বা ভিডিও দেখার জন্য-
39_o
এক্সটেনশনটি অ্যাড করলেই আপনার ফেসবুক আইডি থেকেও আপনার ফ্রেন্ডলিস্টের সবার কাছে এমন ম্যাসেজ যাবে এবং আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস হ্যাকারের কাছে চলে যাবে।
করণীয়ঃ আপনার ব্রাউজার থেকে menu>tools>extensions এ যেয়ে অপরিচিত সব এক্সটেনশন রিমুভ করে দিতে হবে। এরপর পুরো পিসিটা একবার স্ক্যান করে ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেললেই আপনি নিরাপদ। আর অবশ্যই অবশ্যই এধরণের কোন কিছুতে ক্লিক করা থেকে বিরত থাকবেন।
Keep yourself safe in online & offline.