এটি অনেক পুরানো একটি ট্রিকস। হয়ত অনেকেই জানেন। তারপরও শেয়ার করলাম হয়ত অনেকের অজানা থাকতে পারে। তারা পোষ্টটিতে অনেক উপভোগ করতে পারবেন। ফেসবুকে নীল রংঙের স্ট্যাটাস ও কমেন্ট করতে আমার দেয়া পদ্ধতি অনুসরন করুন। নিচে দেয়া অংশটুকু লিখে ফেসবুকের স্ট্যাটাস অথবা কমেন্ট হিসেবে পোষ্ট করুন ।

@@+[1:[0:1: Text Here]]

এক্ষেত্রে আপনারা লেখার সময় (+) চিহ্নটা টা বাদ দিবেন। এবং (Text Here) লেখার জায়গায় আপনি আপনার নিজের লেখা লিখে স্ট্যাটাস অথবা কমেন্ট করুন। এখন খেয়াল করুন আপনার পোষ্টটি নীল রংঙের হয়েছে। আপনি যদি Blank মানে ফাঁকা স্ট্যাটাস ও কমেন্ট করতে চান তবে @+[0:0: ] এটি কপি করে + বাদ দিয়ে পেষ্ট করুন। আর একটি কথা এই কাজগুলো মোবাইল দিয়েও করা যাবে। এখন থেকে ফেসবুক ব্যবহার করুন অন্যদের থেকে আলাদাভাবে বেশ মজার এই ট্রিকসটির সাথে। ট্রিকসটি যদি আপনার পছন্দ হয়ে থাকে বা কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্টে জানান।