বাড়িতেই বানিয়ে নিন হট গ্লু গান
shariful002 | ১,৪৩২ বার পঠিত | অগাস্ট ২৬, ২০১৭ | ইলেক্ট্রনিক্স | No | ২:১৮ AM |
হট মেল্ট গ্লু গান
কাঠ বা প্লাস্টিকের সরঞ্জাম তৈরী, সার্কিট বোর্ড নির্দিষ্ট স্থানে শক্তভাবে লাগানো, আর্টিফিসিয়াল ফ্লাওয়ার, ক্রাফট প্রজেক্টস, ফার্নিচার ও কাঠের কাজের জন্য দরকারী টুলস
হট গ্লু গান খুবই দরকারী একটা জিনিস। ছোট খাটো অনেক দরকারী কাজে এটি ব্যবহার করা হয়। এটী ইলেক্ট্রনিক্সের দোকান গুলোতে কিনতে পাওয়া যায়। তবে যদি আপনারা কিনতে না চান তাহলে খুব সহজেই বারিতে বসে তৈরি করে নিতে পারেন।

হট গ্লু গান বানাতে যা যা লাগবেঃ
১। কার্ড বোর্ড
২। কোল্ড ডিংকস এর ক্যান
৩। ইনশুলেশন টেপ
৪। লাইটার এবং মোম
৫। আঠা
৫। আইস্ক্রিমের কাঠি
চলুন শুরু করা যাকঃ
প্রথমে আপনাকে কার্ডবোর্ড দিয়ে হট গ্লু গান এর শ্যাপ এর মত করে ৪ টি কেটে নিতে হবে। তারপর নিচের চিত্রের মত করে কোল্ড ডিংকস এর ক্যান কাটতে হবে
কাটার পর এটা মোড়াতে হবে
মোড়ানোর পর যে গ্লু গানের শ্যাপ বানালেন তার মাথায় লাগিয়ে দিতে হবে।
উপরের গ্লু স্টিক ঢুকানোর জায়গা রাখতে হবে এবং আইস্ক্রিমের কাঠি ঢুকানোরও জায়গা করে নিতে হবে।
বিস্তারিত ভিডিওতেঃ
Youtube Link: https://youtu.be/_zqpGEIYi9g
My Channel: https://youtu.be/_zqpGEIYi9g
যদি টিউটোরিয়ালটি আপনার কাছে ভালো লাগে Subscribe করতে ভুলবেন না।
আপনি যদি চান আমাদের ওয়েব সাইটে নতুন পোস্ট হওয়ার সাথে সাথে আপনাকে আমরা ইমেইলের মাধ্যমে জানাবো তাহলে Subscribe করুন।
This title last post
১,৪৩২ বার পঠিত | অগাস্ট ২৬, ২০১৭ | ২:১৮ AM