এমন কখনো দেখেছেন কি যে আপনার টেবিল ঘড়ি বা দেওয়াল ঘড়ি উল্টা ঘুড়ছে? এটা কি অসম্ভব? না এটা সম্ভব। আমরা সময়কে উল্টা দিকে নিয়ে যেতে পারি না কিন্তু আমরা ঘড়ির কাটাকে উল্টা দিকে ঘুরাতে পারি। আজ আমি একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে ঘড়ির কাটাকে উল্টা দিকে ঘুড়াতে পেরেছি। কাউকে যদি ইম্প্রেস করতে চান তাহলে এইটা করে তাকে দেখাতে পারেন।
চলুন শুরু করা যাক
আপনার যা যা লাগবেঃ
১। একটি ঘড়ি (দেওয়াল ঘড়ি বা টেবিল ঘড়ি)
২। ৬ ভোল্টের ব্যাটারী
৩। কিছু তার
৪। ক্লিপ
৫। একটি মোবাইল ফোন (স্টপওয়াচ হিসাবে দেখানোর জন্য)
আপনাকে যা করতে হবে তা হলো ঘড়িতে যে ব্যাটারী থাকে তা খুলে ফেলতে হবে এবং ৬ ভোল্টের ব্যাটারী লাগাতে হবে। তাহলেই দেখবেন আপনার ঘড়ির কাটা উল্টা দিক ঘুরতিছে।
যদি না বোঝেন তাহলে একটা ভিডিও আছে সেটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবেন আশা করি।
ধন্যবাদ সবাইকে যদি কিছু না বোঝেন তাহলে টিউমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, চ্যানেল লিংকঃ https://youtu.be/kcxN409eiKY