যাদের SSC পরীক্ষার রেজাল্ট জানার দরকার তারা এখানে তাদের রোল, এবং বোডের নাম লিখে কমেন্ট করুন।
এসএসসি পরীক্ষার ফল আজ
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামানপ্রথম আলোকে বলেন, সকাল ১০টায় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন। এরপর বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফল প্রকাশ করা হবে বেলা দুইটার দিকে।
গত ৯ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ২২ মার্চ। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৪ লাখের বেশি।
SSC রেজাল্ট জানতে হলে আপনাকে Messages অপশনে গিয়ে টাইপ কর SSC > আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর >রোল নং > 2014 পাঠিয়ে দাও 16222 নাম্বারে ।
যেমনঃ SSC DHA 00000 2014 sent 16222
SSC রেজাল্ট 2014, এস এস সি পরীক্ষার রেজাল্ট
Thanks for share with us this nice idea. Im seeking your post it is realy great post.