আজকে আমি আপনাদের জন্য কিছু বাংলা বই নিয়ে এলাম এই ইবুক ওয়ার্ডপ্রেস এর উপরে আশাকরি সবাই জানেন ওয়ার্ডপ্রেস কি বা এটা দিয়ে কি করে । হ্যাঁ সবাই জানি ওয়ার্ডপ্রেস হল একটি ব্লগ সাইট করার জন্য দারুন মধ্যম । বাংলাতে জত বড় বড় ব্লগ সাইট আছে তার সব কটিই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো । তবে এই ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ করা মোটেও খুব সহজ না । এর জন্য আপনাকে ভালো দক্ষ হতে হবে এর জন্য জানতে হবে বিভিন্ন কোডিং । যাই হোক যারা ওয়ার্ডপ্রেস শিখতে ইছুক তারা এই ওয়ার্ডপ্রেস বাংলা ইবুক গুলো ডাউনলোড করে প্রাথমিক ভাবে শিখতে পারেন ।
CSS , HTML , JS শিখে একজন ওয়েবডিজাইনার হতে চান ? ডাউনলোড করে নিন সুন্দর তিনটি বাংলা ইবুক ।
ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপমেন্ট ইবুক
এই ওয়ার্ডপ্রেস বাংলা বই গুলো আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন সব কটি লিঙ্ক মিডিয়া ফাইর আছে । বই গুলো আমি অনেকটি বাংলা সাইট থেকে নিয়েছি কোন লিঙ্ক পরিবর্তন করিনি শুধু নিজের মতো করে লিখেছি । আপনি চাইলে আপনার ব্লগে এই লিঙ্ক পোস্ট করতে পারেন কিন্তু কোন ভাবে আমার লিখা হুবহু কপি পেস্ট করবেন না ।
তাহলে আজকের মতো এই পর্যন্ত কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন । আমি ওয়ার্ডপ্রেস এর অ ও বুঝিনা তাই সেই বিষয়ে আমি হেল্প করতে পারব না । পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদের কেউ দেখার সুযোগ করে দিবেন । ভালো থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ্ হাফেজ ।
সময় পেলে আমার ব্লগ থেকেও ঘুরে আসতে পারেন → এসো বন্ধু । ব্লগার টিপস । পিসি টিপস
ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।
ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য ।