sscgggggggggg

 

সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন।

সবাই ভাল থাকেন এটাই আল্লাহতালার কাছে প্রাথনা করি।

আর মাত্র ১ মাস পর শুরু হচ্ছে এস এস সি/ এস.এস.সি সমমান পরিক্ষা।

এটা আমাদের সবার জন্য একটা আনন্দের বিষয়।

এটা আমাদের জীবনের ১০ বছরের একটা সাধনা।

এই পরিক্ষায় উত্তীণ হয়ে আমাদের জীবন এ আসে পরিবরতন।

আমরা স্কুল জীবন পারি দিয়ে কলেজ জীবনে প্রবেশ করি।

আর এই পরিক্ষার জন্য আমাদের থাকে কত রকম টেনশন ঠিক মত রুটিন পাব কিনা, পরিক্ষা কেমন হবে ইত্যাদি।

বন্ধুরা আমি তোমাদের একটি টেনশন দুর করে দিতে পারি তাহল রুটিন এর টেনশন।

যারা এখনো রুটিন সংগ্রহ করতে পারনি তারা এখান থেকে রুটিন ডাউনলোড করে নাও।

সব শেষে সবার পরিক্ষা ভাল হোক এবং সবার সুস্থতা কামনা করে

এখানেই আল্লাহ হাফেজ।

POST শুধু  তাদের জন্য যারা এখন রুটিন পাইনি।

আগে post হয়ে থাকলে sorry…………..

সবাই ভাল থাকবেন।