আসসালামুআলাইকুম।অনেক দিন পর আজ আপনাদের জন্য দারুন একটি বিষয় নিয়ে লিখতে বসেছি। বিষয়টি হচ্ছে ফাইল শেয়ার।আমরা অনেকে বিভিন্ন ফাইল যেমন : সফটওয়্যার,গান ইত্যাদি শেয়ার করে থাকি তাই অাপনাদের জন্য নিয়ে এলাম দারুন দুইটি ফাইল শেয়ারিং সাইট যা আপনাদের জন্য খুব কাজের। ধরুন আপনার কোন ব্লগ বা ওয়েবসাইট আছে কিন্তু আপনি আপনার কোন ফাইল ব্লগে দিতে চাচ্ছেন । কিন্তু আপনার ব্লগের নিজস্ব সার্ভারে ফাইল আপলোড দিলে সার্ভার স্লো হয়ে যেতে পারে তাই নিচের ওয়েবসাইটগুলোতে আপনার কান্কিত ফাইলটি আপলোড করে ‍আপনার ব্লগে ফাইলটির ডাউনলোড লিংক শেয়ার করতে পারবেন । এবং ফ্রিতে এই ওয়েবসাইটে ফাইলগুলো রাখতে পারবেন ।

ওয়েবসাইট দুইটি হচ্ছে :

1. www.LinFile.com

2. www.Hostdomainic.com

বিস্তারিত:

1.www.LinFile.com

ওয়েবসাইটটি ভিজিট করতে এখানে ক্লিক করুন।

LinFile.com দারুন একটি ওয়েবসাইট  । এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোন ফাইল ফ্রিতে শেয়ার করতে পারবেন তবে এই ওয়েবসাইটের একটি সর্ত আছে সেটি হচ্ছে এই  ওয়েবসাইটের প্রতি বারে সব্বোর্চ ৫০০ এমবি প্রতি ফাইল আপলোড করতে পারবেন এবং উক্ত ফাইল LinFile সার্ভার থেকে যদি কেউ ডাউনলোড না করে  শেষ ডাউনলোডের ৩০ দিন পর অটোমেটিকালি ডিলেট হয়ে যাবে।

যাক এবার দেখাব কিভাবে আপলোড করবেন :

১.প্রথমে LinFile.com যান আপনি Select Files এ ক্লিক করে আপনার কম্পিউটার থেকে যে ফাইলটি আপলোড করবেন সে ফাইলটি সিলেক্ট করে দিন এবং আপলোড হওয়ার জন্য অপেক্ষা করুন।

২.যদি ফাইলটি আপলোড হয় তাহলে ‍নিচের মত অাপলোড বার দেখবেন :

৩.যদি ফাইলটি আপলোড হয়ে যায় তাহলে আপনাকে ফাইলটির ডাউনলোড এবং ফাইল ডিলেট লিংক দেখাবে।আপনি চাইলে ফাইলটির পার্সওয়ার্ড এবং লিংকটা ই-মেইল এর মাধ্যমে সেন্ড করতে পারবেন। পারবেন নিচে ‍Screenshot দেখুন:

৪.এবার ফাইলটি ডাউনলোড লিংক আপনার যে কোন কারো সাথে শেয়ার করুন। তাহেল যে কোন কেউ আপনার ফাইলটি ঐ ডা্উনলোড লিংকে গিয়ে ডাউনলোড করতে পারবেন।

তবে মনে রাখবেন আপনার ফাইলটি লাস্ট ডাউনলোডের ২০ দিন পর ডিলেট হয়ে যাবে।

২. www.Hostadomainic.com

ওয়েবসাইটটি ভিজিট করতে এখানে ক্লিক করুন।

এই ওয়েবসাইটটি উপরের ওয়েবসাইটির মত।তবে এই ওয়েবসাইটটির আলাদা কিছু ফিচার আছে যেমন : এই ওয়েবসাইটে আপনি সাইন আপ করতে ৫ জিবি স্টোরেজ পাবেন। ঐ ৫ জিবি স্টোরেজ এই ফাইলগুলো কোনদিন ডিলেট হবে না। এমনকি আপনার গোপন ফাইলও রাখতে পারবেন কেউ ঐ ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবে না।

ওয়েবসাইটটির Screenshot দেখুন: